
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার (১৪ জুলাই ২০২৫) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
এই ঘোষণা একদিন আগেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে তাদের নতুন অফিস চালুর ঘোষণা দিয়েছে।
চলতি বছর প্রথমবারের মতো ৩২ দল নিয়ে সম্প্রসারিত ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নামও রয়েছে। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল ম্যাচেই চেলসি মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার সেমিফাইনাল বিজয়ী দলের। উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্টেডিয়ামেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প একটি হোয়াইট হাউস টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন, যা ক্লাব বিশ্বকাপ এবং আসন্ন ফিফা বিশ্বকাপের প্রস্তুতি তদারকি করছে। তিনি সম্প্রতি সুপার বোল, ইউএফসি এবং বিভিন্ন ফুটবল ম্যাচের মতো বেশ কয়েকটি বড় ক্রীড়া ইভেন্টে অংশ নিয়েছেন। এছাড়াও, ২০২৭ সালের এনএফএল ড্রাফট ওয়াশিংটন ডিসিতে আয়োজনের ঘোষণাও দিয়েছেন তিনি।
সাব্বির