
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো হঠাৎ করেই পদত্যাগ করেছেন। বুধবার তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, যা রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। তার এই পদত্যাগ অনেকের কাছেই অপ্রত্যাশিত হিসেবে দেখা হচ্ছে।
লিন্ডা ইয়াকারিনো তার পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি। এক্স কর্তৃপক্ষ কিংবা ইয়াকারিনো নিজেও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই পদত্যাগ এমন এক সময়ে এলো যখন ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছেন এবং মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রি কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
২০২৩ সালে ৪৪ বিলিয়ন ডলারে ‘এক্স’ কিনে নেওয়ার পর ইলন মাস্ক যখন এটিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেন, তখনই লিন্ডা ইয়াকারিনো এই আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। এক্সের দায়িত্ব নেওয়ার আগে তিনি কমকাস্টের এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন খাতের আধুনিকায়নে দীর্ঘদিন কাজ করেছেন।
বর্তমানে ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ বিপুল পরিমাণ ঋণের বোঝায় রয়েছে। দায়িত্বে থাকাকালীন ইলন মাস্কের নানা বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে লিন্ডা ইয়াকারিনোকে প্রায়শই বিব্রতকর পরিস্থিতি সামলাতে হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের শেষের দিকে ইহুদি-বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে মাস্কের সমর্থনের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই ঘটনার পর এক্স একাধিক বিজ্ঞাপনদাতা ও একটি বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে বিজ্ঞাপনের অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগে মামলাও করে। সম্প্রতি, চলতি বছরের মার্চে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক স্টার্টআপ এক্সএআই, ৩৩ বিলিয়ন ডলারের একটি অল-স্টক চুক্তিতে পুরো ‘এক্স’ প্ল্যাটফর্মটি অধিগ্রহণ করে।
সূত্র: রয়টার্স
সাব্বির