ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বদলগাছীতে ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করলো প্রশাসন

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ

প্রকাশিত: ২১:০৩, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২২:২৬, ৭ জুলাই ২০২৫

বদলগাছীতে ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করলো প্রশাসন

ছবি: জনকণ্ঠ

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রশাসনের অভিযানে ৪টি নার্সারিতে উৎপাদিত হাজার হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাহাড়পুর ইউনিয়নের বিউটি নার্সারি, মিলি নার্সারি, ভাই ভাই নার্সারি ও দুর্গাপুর নার্সারিতে সংরক্ষিত এসব চারা ধ্বংস করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি/ব্যক্তিমালিকানাধীন নার্সারিগুলোর মালিকদের ক্ষতিপূরণ সহায়তা দেওয়ার কর্মসূচির আওতায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান এবং কৃষি উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, "যেসব নার্সারিতে চারা ধ্বংস করা হয়েছে, সেসব নার্সারির মালিকরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাবেন।"

উল্লেখ্য, ইউক্যালিপটাস গাছ প্রাকৃতিকভাবে ক্ষতিকর। একটি গাছ প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার পানি শোষণ করে এবং পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, যার ফলে এটি পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

শহীদ

×