
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ পারভেজ (২৮)। তিনি ফার্নিচার তৈরির হেলপার হিসেবে কাজ করতেন।
গত রোববার (৬ জুলাই) বিকালে মরিয়মনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ফুলগাজি পাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে পারভেজ প্রতিদিনের মতো ফার্নিচারের কাজ করার জন্য শনিবার বাড়ি থেকে বের হন।
মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, শনিবার পারভেজ তার একাধিক বন্ধুকে ফোন করে মাফ চেয়ে তার জন্য দোয়া কামনা করেন। এরপর মোবাইল সুইচ অফ করেন। আত্মীয়স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নি।
গত রোববার বিকালে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চিশতির বাড়ির পেছনে গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ পারভেজের লাশ উদ্ধার করে। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ইমরান