ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি

রইসুল আরাফাত, জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৪, ৭ জুলাই ২০২৫

জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি

ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে স্বাক্ষর দিয়ে কার্যক্রম শুরু করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণস্বাক্ষর কর্মসূচি চলবে আগামী ১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন ছিল একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান। শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকার আহতদের চিকিৎসায় ইতোমধ্যে সহায়তা করছে, এই সহায়তা যেন অব্যাহত থাকে সেই আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এই ঐক্যের শক্তিতে আজ আমরা নতুন বাংলাদেশ দেখছি। বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্য দেশজুড়ে ছড়িয়ে পড়লে বাংলাদেশ হবে একটি বৈষম্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজসহ আরও অনেকে।

কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা এবং সদস্য-সচিব মো. অলি উল্লাহ স্বাগত বক্তব্য ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

ইমরান

×