ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ববির ক্যাফেটেরিয়ায় খাবারে পোকা, শিক্ষার্থীর অভিনব প্রতিবাদ 

আব্দুল্লাহ জাইফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বরিশাল বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ০০:৫৪, ১০ জুলাই ২০২৫

ববির ক্যাফেটেরিয়ায় খাবারে পোকা, শিক্ষার্থীর অভিনব প্রতিবাদ 

ছবি: জনকণ্ঠ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারে পোকা পাওয়ায় খাবার না খেয়ে ১০ টাকা ও চিরকুট রেখে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। ক্ষোভ প্রকাশ না করে অভিনব কায়দায় প্রতিবাদ জানানো ঐ শিক্ষার্থীর পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (৯ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক টেবিলে এই চিরকুট পান একদল শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী চিরকুটে লিখেন, "মামা, আপনার হালুয়াতে পোকা পাওয়া গেছে। হালুয়ার দাম ১০ টাকা রেখে গেলাম।"

তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী একজন নারী শিক্ষার্থী ছিলেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী তানভীর বলেন, "ক্যাফের মামা ওনাকে (ছাত্রী) খাবার দিয়ে চলে যান। এরপর তিনি খাবারের ভেতর পোকা পেয়ে চিঠি লিখে চুপচাপ চলে যান।"

মো. রাজিব নামে আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,"ক্যাফেতে মানসম্মত খাবার পাওয়া যায় না। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এর আগেও একটি তদারকি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তাদের কার্যক্রম খুব একটা দেখা যায়নি।"

তিনি আরও বলেন, "নিয়মিত মনিটরিং ও সচেতনতা বাড়ালে এ ধরনের ঘটনা এড়ানো যেত। আমরা চাই, ক্যাফের খাবারের মান নিশ্চিত হোক এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা হোক।"

অভিযোগ রয়েছে, ক্যাফেটেরিয়ার খাবারের মান খুবই নিম্নমানের তবে দাম বেশি। বাইরের খাবারের মতোই দাম রাখা হয়। শিক্ষার্থীদের দাবি খাবারের মান উন্নত করতে হবে, প্রতিটি আইটেমের মূল্য তালিকা দৃশ্যমানভাবে টানাতে হবে, ক্যাফের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত প্রশাসনিক মনিটরিং চালু করতে হবে।

উল্লেখ্য, প্রায় ১১ হাজার শিক্ষার্থীর জন্য ববিতে রয়েছে মাত্র একটি কাফেটেরিয়া। এর আগেও খাবারে তেল অতিরিক্ত, দুর্গন্ধ, নোংরা পরিবেশ ও পোকামাকড় পাওয়ার অভিযোগ উঠেছে। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পরিবর্তন এখনো পরিলক্ষিত হয়নি।

Mily

×