
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য রোটার্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকিতুল ইসলাম। সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসান।
কমিটি গঠনের পর অনুভূতি প্রকাশ করে সভাপতি মুকিতুল ইসলাম বলেন, “রোটার্যাক্ট ক্লাব সবসময় মানবিক, সামাজিক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির নেতৃত্বে আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।”
সেক্রেটারি জেনারেল সাকিব আল হাসান বলেন, “সকল সদস্যদের সহযোগিতা নিয়ে আমরা ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও অর্থবহ করে তুলতে চাই, যেন শিক্ষার্থীরা নেতৃত্ব ও সেবামূলক কাজে সম্পৃক্ত হতে পারে।”
রোটার্যাক্ট ক্লাব এর পেজ থেকে আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, গভীর গর্বের সঙ্গে আমরা উপস্থাপন করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের নতুন নেতৃত্ব পর্যায়, যারা ক্লাবকে অভূতপূর্ব সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবেন। দূরদর্শী নেতৃত্ব থেকে শুরু করে সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা—প্রত্যেক সদস্যই তাদের অনন্য দক্ষতা ও অটুট দায়বদ্ধতা নিয়ে আমাদের "সেবা সর্বোপরি" দর্শনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তারা একসঙ্গে কৌশলগত চিন্তা, সহযোগিতামূলক মনোভাব ও রূপান্তরমুখী নেতৃত্বের এক নিখুঁত সমন্বয়, যা আমাদের ক্লাবকে সমাজে ইতিবাচক প্রভাব ও সংগঠনগত সফলতার এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নতুন নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেছে যে, ২০২৫-২৬ বর্ষে ক্লাবটি সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রোটার্যাক্ট ক্লাব তরুণদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে। প্রতি বছরই নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়।
আসিফ