ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ২০:৫৮, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২০:৫৯, ৭ জুলাই ২০২৫

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।সোমবার (৭ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যের অবমূল্যায়ন, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি ও ঠিকাদারি বাণিজ্যের মাধ্যমে ঘুষ নেওয়া, ঠিকাদারদের বিল ফাইল আটকে রেখে অর্থ আদায়সহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন।

এ অবস্থায়, অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি যেন জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আর কোনো কার্যক্রমে অংশ না নেন এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা মহলে তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়।

দায়িত্বে থাকার সময় তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত মন্ত্রণালয় তাকে কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়।

আফরোজা

×