ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

তাড়াশে স্ত্রীর তালাকপত্র পেয়ে অভিমানে স্বামীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, তাড়াশ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২০:৫৩, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২১:৫০, ৭ জুলাই ২০২৫

তাড়াশে স্ত্রীর তালাকপত্র পেয়ে অভিমানে স্বামীর আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে প্রিয়তমা স্ত্রীর দেওয়া তালাকপত্র পেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন শামীম হোসেন নামে এক স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে।

গ্রামবাসীর সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শামীম হোসেন (৩৪) একই ইউনিয়নের উপর সিলট গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতি খাতুনকে (২৮) বিয়ে করে সুখে সংসার করছিলেন। তাদের দুটি সন্তানও রয়েছে।

তুচ্ছ সাংসারিক ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হয়। এক পর্যায়ে স্ত্রী জান্নাতি খাতুন রাগ করে বাবার বাড়ি চলে যান এবং স্বামীকে তালাক দিয়ে তালাকপত্র পাঠিয়ে দেন। ঘটনার দিন শামীম হোসেন তালাকপত্র হাতে পেয়ে স্ত্রীর উপর অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মিমিয়া

×