ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

‘মাদক-সন্ত্রাস নয়, চাই ঐক্য’ নেছারাবাদে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

আজিজুল ইসলাম, নেছারাবাদ, পিরোজপুর

প্রকাশিত: ২১:৩২, ৭ জুলাই ২০২৫

‘মাদক-সন্ত্রাস নয়, চাই ঐক্য’ নেছারাবাদে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: জনকণ্ঠ

নেছারাবাদ থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে স্থানীয় তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মাহবুবা ও সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম।

আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জহিরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ওপেন হাউস ডে-তে বক্তারা সমাজে বিরাজমান মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীসমাজের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি সামাজিক ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

শহীদ

×