ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

তবে কেন তুমি নেই প্রজাপতি?

 মোঃ ফজলে রাব্বী,  ভোলা সরকারি কলেজ, ভোলা। 

প্রকাশিত: ২১:৪০, ৭ জুলাই ২০২৫

তবে কেন তুমি নেই প্রজাপতি?

তুমি আমার টেক্সট সিন করো না,
কল ধরো না,
শুধু অবহেলা ছুঁড়ে দাও।

তুমি যে আমাকে ভুলে গেছো—
সেই নিঃশব্দ স্বীকারোক্তি
আমার বুকের ভেতর দাবানল হয়ে জ্বলে ওঠে।

তুমি তো জানো—
তুমি আমার হৃদয়ের ঘর,
তুমি আমার চোখের স্বর্গ—
তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।
তবে কেন আমি নেই
তোমার স্মৃতির পাতায়ও?

তোমার শূন্যতা আমাকে নিঃস্ব করে দিচ্ছে…
তুমি চলে গেলে,
আমার চারপাশ যেন বসন্ত হারিয়ে
গ্রীষ্মের উত্তপ্ত মাঠে পরিণত হয়েছে—
যেখানে শুধু খরা, ধুলা,
আর নিঃশেষ হয়ে যাওয়া প্রতীক্ষা।

আমার প্রিয়তমা প্রজাপতি,
তুমি তো জানো—
তোমার একফোঁটা হাসি
আমার অন্তহীন বিষাদের ঔষধ,
তোমার একটুখানি উপস্থিতি
আমার অস্তিত্বের পরিপূর্ণতা।

রাতের আকাশে এখন চাঁদ থাকে না,
তারাগুলোও যেন ক্লান্ত 
দিনের আকাশ মেঘে ঢাকা 
তারা জানে,
তোমার অভাবেই আমার নীলিমা ফ্যাকাসে।

ফিরে এসো…
ফিরে এসো মায়াবী প্রজাপতি,
আমার হৃদয়ে বসন্ত ফিরিয়ে দাও।
তুমি আমাকে কখনো মনেই রাখো না,
অথচ—
আমি প্রতিটি নিঃশ্বাসে তোমাকে খুঁজি,
তোমার অনুপস্থিতিকে বুকের কফিনে পুরে
জীবিত থেকেও মৃত থাকার অভিনয় করি।

ফিরে এসো প্রজাপতি…
আমি তোমার অপেক্ষায়—
একজন নীরব প্রহরী,
যে শুধু তোমার ছায়া ছুঁয়ে বাঁচতে চায়

 

লেখা: মোঃ ফজলে রাব্বী

ভোলা সরকারি কলেজ, ভোলা।

×