
ছবি: জনকণ্ঠ (এ আই)
আশুরার দিনে কারবার প্রান্তরে
হৃদয়ে বেদনা আর অশ্রু জলে
মুহররম ফিরে ফিরে আসে
ফেরাও ফেরাও ফের সোনালি সেদিন।
জুলুমের বিরুদ্ধে লড়ে যায় বীর
ফোরাতে বয়ে গেল রক্তের বীন
হাসান -হোসাইনের প্রেমিক মোমিন।
তৃষ্ণায় ছাতি ফাটে ছোট শিশুর মুখ
কোথাও নেই এক ফোটা বারির শিশির
কি নির্মম! সেই কারবালা
১৪৪২ হিজরীর সেই ১০ মহরররম।
মহররম বুক ফাটে আজ
কোটি ভক্তের নয়ন জলে
হোসেন সহ সকল শহীদের এখনো বাঁচে প্রানে
সেই সত্য সংগ্রামের ফলে।
লেখকঃ সহকারী শিক্ষক, আলহাজ্ব মোঃ ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, জাজিরা-শরীয়তপুর।
সাব্বির