ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মণিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, বাসচালক আটক

স্টাফ রিপোর্টার, যশোর

প্রকাশিত: ১৮:০৬, ৬ জুলাই ২০২৫

মণিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, বাসচালক আটক

ছবিঃ সংগৃহীত

যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে ভ্যানটির আরও তিন যাত্রী।

আজ রবিবার (৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। নিহতদের একজন পথচারী ও অপরজন ভ্যানযাত্রী বলে জানা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ভ্যানযাত্রী গাইবান্ধা জেলার সাঘাটার আব্দুল্লাহ পাড়া গ্রামের রাজনের ছেলে রতন (২৭) ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।

পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর ১টার দিকে মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মণিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকেও চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যান। আর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে চালক আব্দুল গনী (৩৫) কে পুলিশের কাছে সোপর্দ করে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা, ফায়ার সার্ভিস এবং মণিরামপুর থানার পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।”

ইমরান

×