
ছবি: সংগৃহীত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ওই দিন সকাল ১১টার পর একযোগে সারা দেশে ফল প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরেই জানানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন— “ফল প্রকাশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলেই তারিখ ঘোষণা করা হবে।”
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শেষ হয় ১৫ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করার কথা। যদিও শিক্ষা বোর্ডগুলো ১৩-১৫ জুলাই প্রস্তাব করেছিল, তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের নির্দেশ দিয়েছেন ১০ বা ১১ জুলাই ফল প্রকাশ করতে।
নুসরাত