
জয়সুরিয়া
ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো দলের কাছে টেস্ট হারের পর শ্রীলঙ্কায় ভরাডুবি। রঙিন পোশাকেও বেসামাল অবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতা। সংযুক্ত আরব আমিরাতের মতো সহযোগী দেশের কাছে টি২০ সিরিজ হার, পাকিস্তানে হোয়াইটওয়াশ। সবশেষ শ্রীলঙ্কায় অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ব্যাটিংধস।
মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়া, অর্থাৎ পঞ্চপা-বকে ছাড়া সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ। শ্রীলঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়া বলেছেন বাংলাদেশ এখন ‘ট্রানজিশন পিরিয়ড’Ñএর মধ্য দিয়ে যাচ্ছে। যারা খেলছে, যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করে দলে আসছে, তাদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে রঙিন পোশাকে বর্তমানে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পালন করা এ গ্রেট।
‘সবাইকেই ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হবে। শ্রীলঙ্কাও কয়েক বছর আগে খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। এটাকে জয় করাটাই জরুরি। তবে সবাইকে সুযোগ এবং আত্মবিশ্বাস দিতে হবে। যদি তাদের চাপ দিতে থাকেন তাহলে তারা চাপেই থেকে যাবে। ফলে নিশ্চিত করতে হবে যে, তাদের যেন আত্মবিশ্বাসটা দিতে পারেন। যে কোনো দলই এটা উৎরে যেতে পারবে যদি (প্লেয়ারদেরকে) আত্মবিশ্বাস দিতে পারেন এবং বিশ্বাসটা রাখেন।’ বলছিলেন জয়সুরিয়া।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে সিনিয়র ক্রিকেটারদের অবদান অসামান্য। সবশেষ চ্যাম্পিয়ন ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ান মুশফিকুর এবং মাহমুদুল্লাহ। রাজনৈতিক কারণে দেশে নেই সাকিব আল হাসানও। সবমিলিয়ে সিনিয়র তারকা ক্রিকেটারদের ছাড়া বেশ টালমাটাল অবস্থা টাইগারদের। প্রথম ওয়ানডেতে ১ উইকেটে দলীয় শতক পেলেও এরপর ৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজের দলের এমন ব্যাটিংধস নিয়ে জয়সুরিয়া বলেন,‘এটা শ্রীলঙ্কার সঙ্গেও (আগে) হয়েছে।
যে কোনো দলের সঙ্গেই এমনটা হতে পারে। যতক্ষণ পর্যন্ত দলের অধিনায়ক, ম্যানেজমেন্ট তাদের আত্মবিশ্বাস দেবে, ততক্ষণ চাপমুক্ত থাকবে তারা। অবশ্যই তারা চাপের মধ্যে পড়বে, এটা সহজ কাজ নয়। ফলে যতক্ষণ বিশ্বাস রাখবেন ততক্ষণ তাদের জন্য সহজ হবে।’
মাশরাফি, তামিম, সাকিব, মাহমুদুল্লাহÑএই চারজনের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ বললেও ভুল হবে না। বাকি ছিলেন শুধু মুশফিক। তিনিও টি২০ এবং ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। খেলছেন শুধু টেস্টে। ১৮ বছর পর এই তারকাদের ছাড়াই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল। তাঁদের ছাড়া এর আগে মাঝেমধ্যে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে মুশফিক-মাহমুদুল্লাহর বিদায়ের পর এটাই প্রথম সিরিজ।
পাঁচ সিনিয়র দৃশ্যপট থেকে চলে যাওয়ার পর নতুন অধ্যায়ের শুরু। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ডও বেশ হতাশাজনক। সিরিজের প্রথম ম্যাচ পর্যন্ত ২৪ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়, ২০টিতে হার ও ২টি পরিত্যক্ত হয়েছে। ২০১৯ সালে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে আবারও শ্রীলঙ্কা সফর করে টাইগাররা।