
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে জয়ের উল্লাস চেলসির
ফিফা ক্লাব বিশ^কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পালমেইরাস। আর্জেন্টাইন বিশ^কাপজয়ী তারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামিকে হারিয়ে গ্রুপসেরা হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। তবে কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ২-১ গোলে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভেঙে গেছে পালমেইরাসের। এদিকে শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বড় চমকের জন্ম দিয়েছিল সৌদি আরবের আল হিলাল।
কোনো এশিয়ান ক্লাব হিসেবে তারা ইউরোপীয় দলকে ফিফার প্রতিযোগিতায় হারিয়ে ইতিহাস গড়ে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে থেমে যায় আল হিলালের পথচলা। হারের পর দায়িত্ব পালন করা রেফারি ড্যানি ম্যাকেলিকে দুষছেন ফুটবলাররা। মজার বিষয় হলো, এক ব্রাজিলের ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের।
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে আধিপত্যও ছিল চেলসির। কোল পালমারের গোলে ম্যাচের শুরুর দিকে তারা এগিয়ে যাওয়ার পর পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেভাও উইলিয়ান। তবে সেলেসাও ক্লাবটির কপাল পোড়ে ম্যাচের ৮৩ মিনিটে করা আগুস্তিন গাইয়ের আত্মঘাতী গোলে। ৫৩ মিনিটে করা গোলে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী এস্তেভাও। যেন কয়েকদিন পরই যোগ দিতে যাওয়া ক্লাব চেলসিকে আগাম বার্তা দিয়ে রাখলেন। চেলসির বক্সে কোনাকুনি এক শটে তিনি বল জালে জড়ান তিনি।
পালমেইরাস থেকে আগেই চেলসিতে যোগ দিয়েছিলেন এস্তেভাও, বাকি ছিল কেবল চলমান এই ক্লাব বিশ্বকাপ। বিবিসি’র তথ্যমতে, চেলসিতে তার মূল্য হতে পারে ৫২ মিলিয়ন পাউন্ড (৮৭০ কোটি ৫৬ লাখ টাকা)। একই ম্যাচে চেলসি অভিষেক করিয়েছে সম্প্রতি ক্লাবটিতে যোগ দেওয়া আরেক ব্রাজিলিয়ান বালক জোয়াও পেদ্রোকে। দু’দিন আগে তিনি ৫৫ মিলিয়ন পাউন্ডে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেন। বদলি হিসেবে নেমে ২৩ বছরের ফরোয়ার্ডের জোরালো একটি শট ঠেকিয়ে দেন পালমেইরাস গোলরক্ষক।
কোয়ার্টার ফাইনালের আল হিলাল-ফ্লুমিনেন্স ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন ড্যানি ম্যাকেলি। ৪০ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন ফ্লুমিনেন্স ফরোয়ার্ড মাথেউস মার্তিনেল্লি। সমতায় ফিরতে ১১ মিনিট লেগেছে আল হিলালের। ৫১ মিনিটে কুলিবালির অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন আল হিলাল ফরোয়ার্ড মার্কোস লিয়ান্দ্রো। আল হিলাল প্রমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। পেনাল্টি বক্সে আল হিলালের স্ট্রাইকার মার্কোস লিয়ান্দ্রোকে পেনাল্টি এরিয়ার মধ্যে ট্যাকল করেন ফ্লুমিনেন্সের ডিফেন্ডার স্যামুয়েল।
প্যানেল হু