ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ানো নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৬:০৪, ৫ জুলাই ২০২৫

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ানো নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ছ‌বি: সংগ্রহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের কিছু দুর্বল ব্যাংককে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক কার্যকর উদ্যোগ নিচ্ছে। তার মতে, ইসলামী ব্যাংক এর একটি বড় উদাহরণ, যেখানে ধীরে ধীরে গ্রাহকদের আস্থা ফিরছে। পাশাপাশি, অন্যান্য ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর পরিস্থিতি মোকাবিলায় ‘ব্যাংক রেজোলিউশন আইন’ কার্যকর করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—গ্রাহকের আমানতের নিরাপত্তা।

তিনি বলেন, সরকার অঙ্গীকারবদ্ধ, কোনো গ্রাহকের টাকা হারিয়ে যাবে না। তবে অর্থ উদ্ধার ও ফেরত দিতে কিছুটা সময় লাগতে পারে, কারণ পূর্বে কিছু অর্থ অবৈধভাবে সরিয়ে ফেলা হয়েছে। তার মতে, বিশ্বের আর কোথাও এমন ঘটনা দেখা যায়নি।

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ানো নিয়ে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, মুনাফার হার বাড়ানো হলে মানুষ ব্যাংকের পরিবর্তে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকবে। এতে ব্যাংকিং খাতে তারল্য সংকট তৈরি হতে পারে। তাই নীতিনির্ধারকদের বিষয়টি নিয়ে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তার ভাষায়, “সবাই যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে, তাহলে ব্যাংকগুলোর প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে?”

সূত্র: https://www.youtube.com/watch?v=vbtG1IXLjOA&t=97s

আবির

×