ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মুকসুদপুরের টেকেরহাট চরপ্রসন্নদী গোডাউন রোডের বেহাল দশা

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ৫ জুলাই ২০২৫

মুকসুদপুরের টেকেরহাট চরপ্রসন্নদী গোডাউন রোডের বেহাল দশা

ছবিঃ সংগৃহীত

মুকসুদপুরের টেকেরহাট উত্তরপাড়া চরপ্রসন্নদী গোডাউন রোড এখন চরম বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন এই রাস্তায় হাজারো যানবাহন ও পথচারী চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

রাস্তাটির ব্যবহারকারী সাধারণ মানুষ, বিশেষ করে জামিয়া আরাবিয়া চরপ্রসন্নদী বড় মাদ্রাসা, একাধিক কেজি স্কুল, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিদিনই যাতায়াত করতে হয় এই রাস্তায়। খানা-খন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী রাস্তাটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া, অটোভ্যান ও রিকশাচালকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। কারণ, রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় যাত্রী পাওয়া যাচ্ছে না, যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে এবং যাত্রীরা বিকল্প পথ খুঁজে নিচ্ছেন।

স্থানীয়দের দাবি, এই সড়কটি শুধু স্থানীয় জনগণের নয়, বরং মাদ্রাসা ও স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মজীবীদের প্রতিদিনকার যাতায়াতের প্রধান সড়ক। তারা বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তাকে অবহেলা করা হচ্ছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি— যেন দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হয়।”

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

ইমরান

×