
ছবি: সংগৃহীত
জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই জানতে চেয়েছেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালহাত মাহমুদ রাফি কেন এই কর্মসূচিতে অংশ নেননি। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রাফি।
তিনি লেখেন, "অনেকে জানতে চেয়েছেন আমি কেন এনসিপির জুলাই পদযাত্রায় যাইনি। প্রথমত, আমি এখনো জাতীয় রাজনীতিতে যুক্ত হইনি। আমার পড়াশোনা এখনো চলমান। আমি চাই এদেশের মানুষের কাছে যেতে, তাদের সঙ্গে হাঁটতে। তবে বর্তমানে আমি 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ'-এর ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। জুলাই পদযাত্রায় অংশ নিতে হলে আমাকে আগে এনসিপির সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে হতো। কিন্তু এই মুহূর্তে আমার পড়াশোনার গুরুত্ব বিবেচনায় জাতীয় রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়াটা কতটা যৌক্তিক, তা নিয়ে আমি নিজেই ভাবছি।"
আসিফ