
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রশংসা করে তাঁর প্রথম শাসনামলের সেনা প্রধান নুরউদ্দীন খান বলেন, ম্যাডাম খালেদা জিয়া যাকে আমি দীর্ঘ চারটি বছর অত্যন্ত নিকটভাবে দেখেছি, উনার যে ধৈর্য, উনার যে দেশপ্রেম, উনার যে ন্যাশনালিস্টিক স্পিরিট, উনার যে স্যাক্রিফাইস, উনার যে সহনশীলতা সেটা অতুলনীয়। আমরা অত্যন্ত ভাগ্যবান যে উনার মত একজন গার্জিয়ান বাংলাদেশ পেয়েছে।
নুরউদ্দীন খান বলেন, বিএনপির প্রতি আমার একটা অনুরোধ থাকবে উনার (খালেদা জিয়া) যে সমস্ত দৃষ্টান্ত- যে অত্যাচার উনি সহ্য করেছেন, যে ধৈর্য উনি প্রকাশ করেছেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল হয়ে তারা যেন তার কিছু নমুনা আমাদেরকে প্রদর্শিত করতে পারেন।
তিনি আরও বলেন, আজকে বিএনপি বহু সমস্যায় ভুগছে। কেউ কারো কথা শুনছে না। বিএনপির মধ্যে নিজেদের লক্ষ্য নাই। দূর দূরান্তে ঘটনার পর ঘটনা হচ্ছে আমরা পেপারে দেখতে পাচ্ছি।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=bQmDFZ1ED5M
শিহাব