ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গরুর মাংস খাওয়া নিয়ে হিন্দুত্ববাদীদের রোষের মুখে রণবীর!

প্রকাশিত: ১২:৫৯, ৭ জুলাই ২০২৫

গরুর মাংস খাওয়া নিয়ে হিন্দুত্ববাদীদের রোষের মুখে রণবীর!

ছবি: সংগৃহীত

বলিউড তারকা রণবীর কাপুর তাঁর পরবর্তী সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন—এ খবর সামনে আসতেই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক। গরুর মাংস খাওয়ার পুরোনো একটি মন্তব্য ঘিরে একাংশ দর্শক রণবীরকে রামের চরিত্রে মেনে নিতে আপত্তি জানিয়েছেন।

নেটিজেনদের কেউ কেউ রণবীরের পুরোনো এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করছেন, যেখানে তিনি বলেন, “আমি পেশোয়ারি খাবারের ভক্ত। পাঁঠার মাংস, পায়া এবং গরুর মাংস খেতে ভালোবাসি।” এই মন্তব্য ঘিরেই অভিনেতাকে ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়।

সম্প্রতি এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী রণবীর কাপুর ও সাই পল্লবীর একটি ছবি শেয়ার করে কটাক্ষ করে লেখেন, “গরুর মাংস খাওয়া একজন ব্যক্তি কীভাবে রামের চরিত্রে অভিনয় করতে পারেন? বলিউডে কী চলছে!” সেই পোস্টটি সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপদা পুনরায় শেয়ার করে লেখেন, “ঈশ্বরের নাম করে তো অনেক বাবাজিও ধর্ষক হতে পারেন। কার কী খাওয়ার অভ্যাস, তা নিয়ে এত হইচই করার কী আছে?”

চিন্ময়ী আরও বলেন, “আজকাল কে কী খাচ্ছে, সেটাই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা দুঃখজনক।”

তবে বিতর্ক থামছে না। কেউ কেউ রণবীরের পছন্দকে ‘আস্থার অপমান’ হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টিকে অকারণে অতিরঞ্জন বলেও আখ্যা দিয়েছেন। যদিও রণবীর কাপুর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, ‘রামায়ণ’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিরামিষ খাওয়া শুরু করেছেন।

নিতিন দেশাই পরিচালিত এই ‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর রামের চরিত্রে, সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন কন্নড় তারকা যশ।

শিহাব

×