
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার অনন্য মামুন সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর-এ দেওয়া এক সাক্ষাৎকারে ‘অনুদান’ নিয়ে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমার জীবনে মাত্র একবারই মনে হয় অনুদানের জন্য আবেদন করেছিলাম, সেটা ২০১৮ সালে। এরপর থেকে আমি কখনোই মনে করিনি যে অনুদানের টাকায় সিনেমা বানানো উচিত।”
তিনি আরও বলেন, “আমার দৃষ্টিতে, এটা জনগণের টাকা নিয়ে ছবি বানিয়ে জনগণের সঙ্গে প্রতারণার সামিল। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি কখনোই অনুদানকে সুবিধাজনক কোনো বিষয় মনে করিনি।”
উল্লেখ্য, অনন্য মামুন ১৯৮৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একশন কাট এন্টারটেইনমেন্ট এলএলসি প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার।
প্রথমে কাহিনীকার হিসেবে পরিচিতি পেলেও, অনন্ত জলিল প্রযোজিত মোস্ট ওয়েলকাম সিনেমার মাধ্যমে তিনি পরিচালনায় নাম লেখান। তাঁর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে—দরদ, মোস্ট ওয়েলকাম, আমি শুধু চেয়েছি তোমায়, অস্তিত্ব, আবার বসন্ত, নবাব এলএলবি, মেকআপ ও কসাই।
তিনি বাংলাদেশের প্রথম পরিচালক, যিনি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র দরদ পরিচালনা করেন।
আবির