
রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৬ বছর।
আজ সোমবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর কুমার দেবনাথ উল্লেখ করেন, রোববার দুপুরে আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রকল্পের পাশে রাস্তায় পড়ে ছিল মরদেহটি। লাশের দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। এছাড়া গলায় কাপড়ের বেল্ট দিয়ে শ্বাসরোধ করা অবস্থায় ছিল।
আরও উল্লেখ করেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ছেঁড়া জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তার হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তার পরনে রয়েছে কালো রঙের গেঞ্জি আর জলপাই রঙের ট্রাউজার।
সানজানা