ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ডায়ালাইসিস ইউনিট বন্ধ চেষ্টার প্রতিবাদে রোগী ও স্বজনদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত: ২২:০০, ৭ জুলাই ২০২৫

ডায়ালাইসিস ইউনিট বন্ধ চেষ্টার প্রতিবাদে রোগী ও স্বজনদের বিক্ষোভ

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি বিভাগের ডায়ালাইসিস ইউনিটটি বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কিডনি রোগী এবং তাদের স্বজনরা।

সোমবার নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। প্রায় দুই ঘন্টাব্যাপি এই প্রতিবাদ কর্মসূচিতে কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ করার সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন প্রতিবাদকারীরা।

মানববন্ধন থেকে রোগী ও তাদের স্বজনরা জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালে ব্যয় সাশ্রয়ী আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট থাকায় এখানে নোয়াখালী ছাড়াও লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লার শত শত রোগী চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এই চিকিৎসা প্রাইভেট হাসপাতালগুলোতে করাতে গেলে অনেক বেশি টাকা খরচ হবে, যা আমাদের পক্ষে সম্ভব না।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, যেদিন থেকে এই ইউনিটে ডাঃ শহিদুল ইসলাম সাকিব যোগদান করেন সেদিন থেকে তিনি ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনদের সাথে নিয়ম বহিভূর্ত আচরণ করেন বলে ভুক্তভোগিরা অভিযোগ করেন। একই সাথে তিনি এখানে রোগীদের ভালো চিকিৎসা না দিয়ে প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য বলেন বলেও তারা জানান।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার দুদকের অভিযানের পর কিডনি ইউনিটে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা—কর্মচারীরা নিজেদের সম্মানহানী হয়েছে বলে আমাদের জানিয়েছেন। মানুষের উপকার করতে গিয়ে তারা এমন পরিস্থিতিতে পড়বেন এমনটা আশা করেননি। আমরা আপাতত ইউনিটটি বন্ধ করছি না। তবে সরকারিভাবে ইউনিটটি পরিচালনার জন্য দক্ষ জনবল ও প্রয়োজনীয় জিনিসপত্র না পাওয়া যায় তাহলে এটি চালানো সম্ভব হবে না।

উল্লেখ্য, ৩ জুলাই দুর্নীতির অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন।

আঁখি

×