
ছবিঃ সংগৃহীত
একই স্মার্টফোনে একসঙ্গে ৪টি হোয়াটসঅ্যাপ একাউন্ট ব্যবহার করতে পারবেন—এখন শুনলে অবিশ্বাস্য মনে হলেও হোয়াটসঅ্যাপের নতুন ফিচার দিয়ে এখন এটা সম্ভব। ব্যক্তিগত, অফিস, ব্যবসা বা অন্যান্য প্রয়োজনে আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ চালাতে চাইলে এই ফিচারটি আপনার জন্য আদর্শ।
এখানে ধাপে ধাপে জানানো হলো কীভাবে আপনি আপনার ফোনে ৪টি হোয়াটসঅ্যাপ আইডি একসাথে চালাতে পারবেন:
প্রথম ও দ্বিতীয় হোয়াটসঅ্যাপ আইডি লগইন করার ধাপ
-
হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
-
উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
-
Settings এ যান।
-
আপনার প্রোফাইলের পাশে থাকা ➕ প্লাস আইকনে ক্লিক করুন।
-
Add account অপশনে যান।
-
Agree and continue চাপুন।
-
দেশ নির্বাচন করে মোবাইল নম্বর দিন।
-
এসএমএসে আসা ওটিপি কোড দিন।
-
ভেরিফিকেশন শেষ হলে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ একাউন্ট চালু হবে।
এখন আপনি "Switch Accounts" অপশনে গিয়ে এক ক্লিকে দুইটি একাউন্টের মাঝে যাতায়াত করতে পারবেন।
তৃতীয় ও চতুর্থ হোয়াটসঅ্যাপ একাউন্ট চালুর ধাপ: (ডুয়েল অ্যাপ ফিচার)
-
ফোনের Settings এ যান।
-
নিচে স্ক্রল করে Apps (অ্যাপস) অপশনটি খুঁজুন।
-
সেখানে গিয়ে Dual Apps / Clone Apps / App Twin (ব্র্যান্ডভেদে ভিন্ন হতে পারে) অপশন খুঁজে নিন।
-
WhatsApp এর পাশে থাকা Toggle On / Enable করে দিন।
-
ফোনে আরেকটি হোয়াটসঅ্যাপ আইকন তৈরি হবে। এটি খুলে একই পদ্ধতিতে দ্বিতীয় ও তৃতীয় একাউন্ট লগইন করুন।
এভাবেই আপনি প্রথম অ্যাপে ২টি এবং দ্বিতীয় ডুয়েল অ্যাপে ২টি—মোট ৪টি হোয়াটসঅ্যাপ আইডি চালাতে পারবেন এক ফোনেই।
ইমরান