
ছবিঃ সংগৃহীত
জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘আজকে আমরা এই সভায় যোগ দেওয়ার আগে বৃক্ষরোপণ করেছি, বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করে এই সভায় উপস্থিত হয়েছি। জুলাই রাজপথে রক্ত ভেজা। আমরা কতকাল রক্ত দেবো। আর কতদিন আমরা রাজপথে আন্দোলন করতে গিয়ে মরবো? আর আমরা মরতে চাই না। আমরা আমাদের দাবি আদায় করতে চাই। গনতন্ত্র ফেরত চাই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি আবার আমরা আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন, তা না হলে আগামীতে যে আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলনের আগুন আপনারা পদ্মা-মেঘনা-যমুনার পানি দিয়েও নিভাতে পারবেন না, পারবেন না, পারবেন না।’
মাদারীপুর জেলার শিবচরে জাতীয়তাবাদী তাঁতীদলের মাদারীপুর জেলা ও শিবচর উপজেলার কর্মী সভায় রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার শিবচর প্রেসক্লাব ও মুক্তমঞ্চ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা কেউ অন্যায় কাজ করবেন না। কেউ বাড়ি দখল করবেন না, কারও জায়গা দখল করবেন না, কোনো চাঁদাবাজি করবেন না। আর যদি এসব কর্মকান্ড কেউ করেন তাকে দল থেকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। দলের নেতাকর্মী কোনো অন্যায় করলে তারেক রহমান কাউকে ছাড় দেবেন না। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার জাতীয়তাবাদী তাঁতীদলে কোনো ঠাই নেই। আমরা গত ১৭ বছর ঘরে থাকতে পারিনি, মামলার আসামি হয়েছি, জেল খেটেছি। আর কতকাল আমরা এগুলো সহ্য করবো? এসব করেছে আওয়ামী লীগের দোসররা। তাদের কোনো স্থান তাঁতীদলে নেই ও বিএনপি এবং বিএনপির কোনো অঙ্গসংগঠনে নেই। আজকে তারা যেকোনো ছদ্মবেশে আমাদের মাঝে ঢুকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সচেতন ও খেয়াল রাখতে হবে।’
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো. মজিবুর রহমান ও সভাপতিত্ব করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হান্নান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিবচর পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মঈনুল ইসলাম রাসেল।
উপস্থিত বক্তারা বলেন, ‘আমরা বিগত ১৭ বছরের আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি কিন্তু দেশ এখনও স্বাধীন হয়নি। আমাদের সজাগ থাকতে হবে যেন দেশের ভিতরে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা আওয়ামী লীগ সরকারের মতো কোনো অনৈতিক কাজের সঙ্গে লিপ্ত হবেন না। দলের ভাবমূর্তি নষ্ট করবেন না, মানুষের আস্থা অর্জন করুন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফা প্রচার করুন।’
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. সিদ্দিক, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী আনিসুর রহমান আরিফ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. বাকাউল করিম খান বাকা, শিক্ষক কর্মচারী ঐক্যজোট মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. আবুবকর সিদ্দিকীসহ তাঁতীদল, বিএনপির অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতা শেষে মাদারীপুর জেলা তাঁতীদলের আহবায়ক মো. জাকির হোসেন মোল্লা ও সদস্য সচিব শাহআলম মাতুব্বর, শিবচর উপজেলা তাঁতীদলের আহবায়ক ফারুক হোসেন মাদবর ও সদস্য সচিব মো. রমজান গোমস্তাকে ৯০ দিনের জন্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
ইমরান