
ছবি: সংগৃহীত।
গাজীপুর বিএনপির স্থানীয় ৪ নেতাকে বহিষ্কারে নোটিশ জারি করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার (৬ জুলাই) রাতে প্রথমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।
এর কিছুক্ষণ পর বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত অপর এক চিঠিতে গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এমন নোটিশ জারি করে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান রাতে জনকণ্ঠকে বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপন ওরফে জিএস স্বপনকে চাঁদাবাজির মামলায় রবিবার (৬ জুলাই) টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেপ্তারের ৪ ঘণ্টার মাথায় এমন গণ বহিষ্কারের নোটিশ জারি করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। স্হানীয়ভাবে ঘোষিত গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু কোন চাঁদাবাজির ঘটনায় জড়িত নন বলে দলের সর্বস্তরের নেতাকর্মীরা দাবি করেছেন।
পাপ্পু সরকার এমপি ইলেকশন করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে যখন প্রতিদিন ক্যাম্পেইন করছেন ঠিক তখনই তার বিরোধী পক্ষ শীর্ষ নেতৃত্বকে ভুল বুঝিয়ে পাপ্পু সরকারের বিরুদ্ধে বহিষ্কারাদেশের ঘটনা ঘটায়। নেতাকর্মীরা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিষ্টকে রাজপথে মোকাবেলা করতে গিয়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। বহু হামলা মামলা মোকদ্দমার শিকার হয়েছেন। পাপ্পু সরকারের বহিষ্কারাদেশে স্থানীয় নেতৃত্ব ও নেতাকর্মীরা হতবাক।
বহিষ্কারাদেশ চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে সাম্প্রতিক সময়ে টঙ্গী গাজীপুরের গার্মেন্টস ও কলকারখানায় ঝুটের ভাগাভাগির দখল নিয়ে বিএনপির স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে বারবার সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ও চাঁদাবাজির ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বহিষ্কারাদেশ নোটিশে উল্লেখ করা হয়েছে।
একই ভাষায় আলাদা দুই বহিষ্কারাদেশ চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আপনার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুষ্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু সহ-দফতর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
যাদেরকে বহিষ্কারাদেশের চিঠির অনুলিপি দেয়া হয়েছে তারা হলেন, সায়েদুল আলম বাবুল সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), বেনজীর আহমেদ টিটু সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), নজরুল ইসলাম আজাদ সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), শওকত হোসেন চেয়ারম্যান সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, মঞ্জুরুল করিম রনি সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি।
মিরাজ খান