
ছবি: সংগৃহীত
মেটা আরও একবার হোয়াটসঅ্যাপ-এ নতুন এআই ফিচার আনলো। নতুন এই সুবিধার নাম Message Summaries—যা দিয়ে আপনি শত শত মেসেজ না পড়েই পুরো চ্যাটের মূল কথা জেনে নিতে পারবেন।
বর্তমানে এই ফিচারটি যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় চালু হচ্ছে। চ্যাটের ওপরে থাকবে Summarize Privately বাটন, যেখানে ক্লিক করলেই অজস্র মেসেজের সারমর্ম পেয়ে যাবেন।
বিশেষ করে বড় গ্রুপ চ্যাটে, যেখানে প্রচুর মেসেজ জমে যায়, সেখানে এটি খুবই কার্যকর। রাতারাতি শত শত মেসেজ জমে গেলে এই এআই ফিচারই হতে পারে দ্রুত সমাধান।
তবে কিছু উদ্বেগ রয়েই গেছে:
-
এআই অনেক সময় ভুল তথ্য দিতে পারে।
-
হোয়াটসঅ্যাপ-এ যদিও এন্ড-টু-এন্ড এনক্রিপশন আছে, মেটা এআই-র ফিচার নিয়ে এখনো রয়েছে গোপনীয়তা সংশয়।
মেটা দাবি করেছে, এই Private Processing প্রযুক্তি ব্যবহার করে তারা মেসেজ বা সারাংশ দেখতে পায় না। এমনকি, অন্য কেউও জানতে পারবে না আপনি মেটা দিয়ে মেসেজের সারাংশ পড়েছেন কি না।
তবে এটির আরও ভালো দিক হলো, এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না। আপনি চাইলে ব্যবহার করবেন, না চাইলে বন্ধ রাখবেন।
দুঃখের বিষয় হলো, এআই পুরোপুরি অন-ডিভাইস প্রক্রিয়ায় চলে না—ফলে ফোন থেকে কিছু তথ্য বাইরে যেতে পারে।
যারা একদমই এআই চান না, তারা Advanced Chat Privacy অপশনে গিয়ে প্রত্যেক চ্যাটের জন্য আলাদা করে মেটা এআই বন্ধ করে দিতে পারবেন।
Message Summaries এখন যুক্তরাষ্ট্রে চালু হলেও, বিশ্বের অন্যান্য দেশে এটি শুরু হবে চলতি বছরের শেষ দিকে।
মূল কথা:
হোয়াটসঅ্যাপ-এ এবার এক ক্লিকেই শত শত মেসেজের সারাংশ জানতে পারবেন! তবে গোপনীয়তা আর নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা জরুরি।
আবির