ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে নুসরাত

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৪:৫৬, ৭ জুলাই ২০২৫

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে নুসরাত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গেলেন আলিম পরীক্ষার্থী নুসরাত জারিন ফিমা। সোমবার (৭ জুলাই) তার বাবা মো. নুরের জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন।

নুসরাতের চাচাতো ভাই ইমাম উদ্দিন বলেন, আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। সোমবার সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করে। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে নুসরাত কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসায় পরীক্ষাকেন্দ্রে যান। সে আবুতোরাব ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে।

আজ বিকাল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে মো. নুরের জামানের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান নুসরাতের চাচাতো ভাই ইমাম উদ্দিন।

তিনি আরও বলেন, ১০ দিন আগে আমার বাবা (নুরের জামানের বড় ভাই) নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারিয়ে ফেললাম।

রাকিব

×