ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সাধারণ এক অভ্যাস, যার ফাঁদে পড়ছেন অগণিত গুগল ব্যবহারকারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬, ৭ জুলাই ২০২৫

সাধারণ এক অভ্যাস, যার ফাঁদে পড়ছেন অগণিত গুগল ব্যবহারকারী

ছবি: সংগৃহীত

প্রতিদিন আমরা পরিচিত একটি দৃশ্য দেখি—সাইন-ইন উইন্ডো স্ক্রিনে আসে, পাসওয়ার্ড চায়, আর আমরা না ভেবে সেটি দিয়ে দেই। কিন্তু গুগল এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে—এই স্বভাব এখনই বন্ধ না করলে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন আপনি।

গুগল জানিয়েছে, এখনও অধিকাংশ জিমেইল ব্যবহারকারী পুরনো পদ্ধতির নিরাপত্তা—পাসওয়ার্ড ও ২-স্তর বিশিষ্ট যাচাইকরণ (2FA)-এর ওপর নির্ভর করেন। অথচ মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর তথ্য অনুযায়ী, গত বছর অনলাইন প্রতারণায় ক্ষতির পরিমাণ ১৬.৬ বিলিয়ন ডলার—যা আগের বছরের তুলনায় ৩৩% বেশি।

এই সতর্কতার মাঝে সাইবার নিরাপত্তা সংস্থা Okta আরও ভয়াবহ তথ্য সামনে এনেছে। তাদের দাবি, হ্যাকাররা এখন Vercel-এর তৈরি করা ‘v0’ নামে একটি জেনারেটিভ এআই টুল ব্যবহার করে ফিশিং সাইট তৈরি করছে, যেগুলো দেখতে হুবহু আসল লগইন পেইজের মতো। ফলে সাধারণ ব্যবহারকারী বুঝতেই পারছেন না, তারা আসল ওয়েবসাইটে পাসওয়ার্ড দিচ্ছেন, নাকি প্রতারকের হাতে তুলে দিচ্ছেন নিজের সব তথ্য।

Okta জানায়, “হ্যাকাররা এখন এআইকে ব্যবহার করে অত্যন্ত উচ্চমানের প্রতারণামূলক পেইজ তৈরি করছে, যা তাদের অপারেশনের গতি ও পরিধি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।”

এই পরিস্থিতিতে গুগল ও মাইক্রোসফট দু’টিই পাসওয়ার্ড বাদ দিয়ে ‘পাসকি’ ব্যবহার করার আহ্বান জানিয়েছে। মাইক্রোসফট তো আরও একধাপ এগিয়ে তাদের অথেনটিকেটর অ্যাপে পাসওয়ার্ড সিস্টেম সম্পূর্ণভাবে তুলে দিয়েছে—শুধু পাসকি ব্যবহারই সেখানে সম্ভব।

গুগল জানায়, “আমরা আমাদের প্রোডাক্টে উন্নত ও স্বয়ংক্রিয় সুরক্ষা দিয়েই থাকি, যাতে ব্যবহারকারীকে আলাদা করে কিছু ভাবতে না হয়।” তবে এখনো যদি পাসওয়ার্ডই আপনার সুরক্ষার ভরসা হয়, তাহলে আপনি নিজেই হ্যাকারদের হাতে সুযোগ তুলে দিচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, “পাসকি হলো এমন একটি প্রযুক্তি যা ফিশিং প্রতিরোধে সক্ষম, দ্রুত, নিরাপদ এবং ব্যবহার করা সহজ।”

গুগল থেকে সরাসরি পাসকি যুক্ত করার সুবিধাও দেওয়া হচ্ছে। তাই ঝুঁকি না নিয়ে আজই আপনার গুগল অ্যাকাউন্টে পাসকি যুক্ত করুন। নিরাপত্তা নিশ্চিত করুন ভবিষ্যতের জন্য, আজ থেকেই।

পাসওয়ার্ড নয়, পাসকি—এটাই হবে নিরাপত্তার ভবিষ্যৎ।

Mily

×