
ছবিঃ সংগৃহীত
স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে 'ফাস্ট চার্জিং' এখন খুবই জনপ্রিয় একটি সুবিধা। কয়েক মিনিটেই ফোন ফুল চার্জ হয়ে যাওয়ার সুবিধা আধুনিক জীবনের ব্যস্ততায় নিঃসন্দেহে অনেকটাই স্বস্তিদায়ক। তবে প্রযুক্তিবিদদের মতে, এই সুবিধার পেছনে রয়েছে কিছু ক্ষতিকর দিক, যা দীর্ঘমেয়াদে ফোনের ব্যাটারি ও হার্ডওয়্যারের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
ফাস্ট চার্জিং কীভাবে কাজ করে?
ফাস্ট চার্জিং প্রযুক্তি মূলত উচ্চ ভোল্টেজ ও কারেন্টের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ব্যাটারিতে শক্তি প্রবাহিত করে। এই প্রক্রিয়ায় ব্যাটারির চার্জিং সাইকেল স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত সম্পন্ন হয়। যদিও এতে ব্যবহারকারী সময় বাঁচাতে পারেন, তবে এর সঙ্গে যুক্ত হয় তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি।
যেসব ক্ষতি করতে পারে ফাস্ট চার্জিং
১. ব্যাটারির আয়ু হ্রাস
ফাস্ট চার্জিংয়ে অতিরিক্ত তাপ তৈরি হয়, যা ব্যাটারির লিথিয়াম-আয়ন কোষের স্থায়িত্ব কমিয়ে দেয়। দীর্ঘদিন ফাস্ট চার্জিং ব্যবহার করলে ব্যাটারির স্বাস্থ্য (Battery Health) দ্রুত কমে যেতে পারে।
২. তাপমাত্রা বেড়ে যাওয়া
উচ্চ গতির চার্জিংয়ে ফোনের ভেতরে তাপমাত্রা বেড়ে যায়, যা প্রসেসর ও অন্যান্য হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে। অনেক সময় এটি ফোন হ্যাং, রিস্টার্ট অথবা ল্যাগ করার কারণও হয়।
৩. চার্জিং পোর্টের ক্ষয়
ফাস্ট চার্জিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে ইউএসবি পোর্ট বা চার্জিং পোর্টের সংযোগস্থলে ক্ষয় বা কার্বন জমে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে চার্জিং সমস্যা তৈরি করতে পারে।
৪. সিকিউরিটি ও সার্কিট ঝুঁকি
দ্রুত চার্জিংয়ের জন্য অনেক সময় নিম্নমানের চার্জার বা ক্যাবল ব্যবহার করা হয়, যা শর্ট সার্কিট বা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।
কীভাবে নিজেকে রক্ষা করবেন?
-
সবসময় ফোন নির্মাতার দেওয়া অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
-
প্রতিদিন ফাস্ট চার্জিং ব্যবহার না করে মাঝে মাঝে সাধারণ চার্জিং মোড ব্যবহার করুন।
-
ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।
-
১০০% চার্জের অভ্যাস এড়িয়ে চলুন; ২০%-৮০% চার্জিং রেঞ্জ ফোনের জন্য স্বাস্থ্যকর।
ফাস্ট চার্জিং প্রযুক্তি আমাদের সময় বাঁচালেও, এটি ফোনের দীর্ঘস্থায়ীত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত চার্জের সুবিধা নিতে গিয়ে যেন স্মার্টফোনের স্বাস্থ্যহানির শিকার না হই, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।
ইমরান