ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ইন্টারনেট স্লো? রাউটার রাখার এই ৫ ভুলেই কমে যাচ্ছে স্পিড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৫৫, ৭ জুলাই ২০২৫

ইন্টারনেট স্লো? রাউটার রাখার এই ৫ ভুলেই কমে যাচ্ছে স্পিড

ছবি: সংগৃহীত

দ্রুতগতির ইন্টারনেট পেতে হাজার টাকা খরচ করে রাউটার আপগ্রেড করছেন? অথচ আপনি রাউটারটি কোথায় রেখেছেন, সেটাই হয়তো আপনার ইন্টারনেট ধীরগতির আসল কারণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ‘Those Tech Guys’ ও ‘NerdsToGo’ নামের আইটি প্রতিষ্ঠানগুলোর দুইজন টেকনিশিয়ান সতর্ক করেছেন—সঠিক জায়গায় না রাখলে রাউটারের কার্যকারিতা অর্ধেক কমে যেতে পারে।

ওয়াই-ফাই রেডিও ওয়েভে কাজ করে, যা খোলা বাতাসে ভালোভাবে ছড়ালেও শক্ত পদার্থ বা বাধা থাকলে তা দুর্বল হয়ে পড়ে। তাই বাড়ির মধ্যেই এমন পাঁচটি জায়গা আছে, যেখানে রাউটার রাখা হলে ইন্টারনেট স্পিড উল্লেখযোগ্যভাবে কমে যায়।

যেসব জায়গায় রাউটার রাখা উচিত নয়ঃ

১. মেঝেতে রাখা রাউটার
রাউটার মেঝেতে রাখলে তা যেমন নিচের দিকে সিগন্যাল পাঠায়, তেমনি কাভারেজও কমে যায়। আলো ছড়ানোর মতো, রাউটারও উচ্চতায় থাকলে বেশি এলাকা কভার করে। তাই রাউটার রাখুন টেবিল বা শেলফে, মেঝে থেকে অন্তত কয়েক ফুট ওপরে।

২. সোফা বা বড় আসবাবপত্রের পেছনে
অনেকে সৌন্দর্যবোধে রাউটার সোফার পেছনে লুকিয়ে রাখেন। এতে রাউটারের সিগন্যাল বড় বাধার মধ্য দিয়ে যেতে গিয়ে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে ভারী কাঠ বা গদিযুক্ত আসবাবের পেছনে রাখলে ইন্টারনেট গতি কমে যেতে পারে।

৩. বেইসমেন্ট বা নিচতলায় রাখা
বেইসমেন্টে রাউটার রাখলে তা শুধু দূরবর্তী অবস্থানেই থাকে না, বরং সেখানে বৈদ্যুতিক তার, তামার পাইপ বা ফ্লোরেসেন্ট লাইটের মতো ওয়াই-ফাই–বিধ্বংসী উপাদানও থাকে। ফলে সিগন্যাল পৌঁছায় না বাড়ির ওপরের তলায়।

৪. কেবিনেট বা বন্ধ জায়গায় রাখা
কেউ কেউ রাউটার কেবিনেটে বা বাক্সে লুকিয়ে রাখেন, যা রাউটারের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং সিগন্যাল আটকে দেয়। এতে ধীরে ধীরে রাউটার নষ্ট হতে পারে। এমনকি ফ্লোরিডায় এক নারী দাবি করেছেন, রাউটারের অতিরিক্ত গরম থেকেই তার বাড়িতে আগুন লেগেছিল।

৫. আরেকটি রাউটারের পাশে রাখা
একাধিক রাউটার যদি একই নেটওয়ার্ক সিস্টেমে না থাকে, তবে তারা একে অপরের সিগন্যালে বিঘ্ন ঘটাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মেশ সিস্টেম না হলে একাধিক রাউটার রাখা উচিত নয়।

তাহলে রাউটার রাখবেন কোথায়?

বিশেষজ্ঞদের মতে, রাউটার রাখার সেরা জায়গা হলো বাড়ির কেন্দ্রে, খোলা জায়গায়, মেঝে থেকে ওপরে এবং কোনো দেয়াল বা ভারী আসবাব থেকে দূরে। যদি দেখতে খারাপ লাগে, তাহলে প্লাস্টিকের বাস্কেট বা খোলা বাক্স দিয়ে ঢেকে রাখতে পারেন। তবে ধাতব কিছু ব্যবহার করা যাবে না—এটি সিগন্যাল আটকে দেবে

ওয়াই-ফাই ভালো না চললে নতুন রাউটার কেনার আগে একবার দেখে নিন—রাউটারটি ঠিক জায়গায় আছে তো?

Mily

×