ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাউটারের ৪টি সহজ সেটিং বদলেই মিলবে বিদ্যুৎগতির ওয়াই-ফাই!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫০, ৭ জুলাই ২০২৫

রাউটারের ৪টি সহজ সেটিং বদলেই মিলবে বিদ্যুৎগতির ওয়াই-ফাই!

ছবি: সংগৃহীত

আজকের দিনে ইন্টারনেট কেবল বিলাসিতা নয়, এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ—স্ট্রিমিং, অফিসের কাজ, অনলাইন গেমিং কিংবা স্মার্ট ডিভাইস চালানো সবকিছুতেই নির্ভরতা রয়েছে। gigabit ইন্টারনেট সংযোগ থাকা সত্ত্বেও যখন ধীরগতি দেখা দেয় কিংবা বাসার কিছু জায়গায় নেটই পাওয়া যায় না, তখন হতাশ হওয়াটাই স্বাভাবিক।

তবে ভালো খবর হচ্ছে, কিছু সহজ রাউটার টুইক বা পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার ওয়াই-ফাই স্পিডে নাটকীয় উন্নতি আনতে পারেন এবং এর জন্য টেকনোলজির বিশেষজ্ঞ হওয়া লাগবে না।

৪টি গুরুত্বপূর্ণ সমাধান
১. আপনার বাসার জন্য উপযুক্ত রাউটার বেছে নিন

অনেক সময় সমস্যার মূল থাকে রাউটারেই। ছোট আকারের অ্যাপার্টমেন্ট বা ১৫০০ স্কয়ার ফিটের কম বাসার জন্য একটি একক রাউটার যথেষ্ট। তবে রাউটারটি যদি পুরনো হয়, তাহলে সময় এসেছে Wi-Fi 6E বা Wi-Fi 7 রাউটার কিনে আপগ্রেড করার।

যদি আপনার বাসা অনেক বড় হয় বা একাধিক তলা থাকে, তবে মেশ নেটওয়ার্ক ব্যবহার করার কথা ভাবুন। এতে বাড়ির সব জায়গায় একই স্পিডে ইন্টারনেট পাওয়া যায়। যেখানে সিগন্যাল দুর্বল, সেখানে নতুন নোড বসিয়েই সমাধান করতে পারেন।

২. রাউটারের অবস্থান বদলান
রাউটার যত ভালোই হোক, যদি সেটি সঠিক জায়গায় না থাকে, তাহলে কাঙ্ক্ষিত স্পিড পাবেন না।

রাউটার যদি ঘরের এক কোনায় থাকে, তবে অনেক অংশে সিগন্যাল পৌঁছায় না। মাঝখানে রাখলে চারদিকে সমানভাবে সিগন্যাল ছড়ায়।

রাউটার সাধারণত নিচের দিকে শক্তিশালী সিগন্যাল ছড়ায়। তাই বুকশেলফের ওপরে বা দেয়ালে লাগানো অবস্থানে রাখুন।

রাউটার মাইক্রোওয়েভ বা টিভির পাশে রাখবেন না। এগুলো ইলেকট্রনিক ইন্টারফিয়ারেন্স তৈরি করে। তাছাড়া, পানিভর্তি অ্যাকুয়ারিয়ামও সিগন্যাল আটকাতে পারে।

যদি দূরে রাখতে হয়, তাহলে লম্বা ইথারনেট ক্যাবল বা পাওয়ারলাইন অ্যাডাপ্টার ব্যবহার করে মডেম ও রাউটারের মধ্যে সংযোগ দিন।

৩. Wi-Fi চ্যানেল পরিবর্তন করুন
রাউটার সাধারণত ২.৪GHz ও ৫GHz ব্যান্ডে কাজ করে। নতুন রাউটারগুলোতে ৬GHz পর্যন্ত সুবিধা থাকে।

  • ২.৪GHz – বড় পরিসরে পৌঁছায়, কিন্তু গতি কম।
  • ৫GHz – গতি বেশি, কিন্তু রেঞ্জ কম।
  • ৬GHz (Wi-Fi 6E বা 7) – সবচেয়ে কম ভিড়, দ্রুত গতি।

আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে গিয়ে সহজেই ব্যান্ড বা চ্যানেল পরিবর্তন করতে পারেন। এটি অনেক সময় ওয়াই-ফাই স্পিড বাড়িয়ে দেয়।

৪. রাউটারের অ্যান্টেনা ঠিকমতো সেট করুন

  • যদি রাউটারে একাধিক অ্যান্টেনা থাকে, সেগুলো সব একদিক করে রাখবেন না।
  • একটি অ্যান্টেনা রাখুন উল্লম্বভাবে এবং অন্যটি অনুভূমিকভাবে বা একটিকে কোণাকুণিভাবে রাখুন। এইভাবে বিভিন্ন দিক ও উচ্চতায় সিগন্যাল ভালোভাবে পৌঁছে যায়। একতলা বাড়ির জন্য উল্লম্ব অ্যান্টেনা ভালো, দুই বা তলা বাড়ির জন্য কোণাকুণি বা অনুভূমিক অ্যান্টেনা কার্যকর।

আপনার বাড়ির কোথায় কোথায় ওয়াই-ফাই দুর্বল, সেটা জানতে Wi-Fi Mapping Software যেমন NetSpot ব্যবহার করুন। এতে আপনি বুঝতে পারবেন রাউটারের অবস্থান কোন জায়গায় সেরা হবে।

মুমু ২

×