
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে ১০ নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আঃ কুদ্দুস মন্ডলকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
সোমবার ০৭ জুলাই দুপুর দেড়টার দিকে তাকে উপজেলার পোড়াবাড়ী বাজার থেকে গ্রেফতার করা হয়। আঃ কুদ্দুস মন্ডল মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমানে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সদস্য।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আঃ কুদ্দুস মন্ডলকে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় পলাতক আসামী ছিলেন। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আসিফ