ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! অ্যান্ড্রয়েডে এল শক্তিশালী নতুন ফিচার

প্রকাশিত: ১১:২০, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১১:২০, ৭ জুলাই ২০২৫

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! অ্যান্ড্রয়েডে এল শক্তিশালী নতুন ফিচার

ছবি: সংগৃহীত

আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিং সব সময়ই বিরক্তিকর ছিল। কারণ, আইফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডে মেসেজ পাঠাতে এসএমএস-এ সীমাবদ্ধ ছিলেন। ফলে গ্রুপ চ্যাট, টাইপিং ইন্ডিকেটর কিংবা হাই কোয়ালিটি ছবি ও ভিডিও শেয়ার করার মতো আধুনিক সুবিধাগুলো ছিল না।

তবে, অ্যাপল যখন নতুন প্রজন্মের মেসেজিং প্রযুক্তি আরসিএস (RCS) সাপোর্ট করতে শুরু করল, তখন বদলে গেল দৃশ্যপট। এখন আর আইফোন ও অ্যান্ড্রয়েডের কথোপকথন আগের মতো সীমাবদ্ধ নয়। টাইপিং ইন্ডিকেটর, স্পষ্ট ছবি-ভিডিও শেয়ারিং, এমনকি গ্রুপ চ্যাট—সবই সম্ভব।

সবচেয়ে বড় খবর, এবার যুক্ত হলো মেসেজ এডিটিং।

গুগল মেসেজেস-এ চালু হচ্ছে ক্রস-প্ল্যাটফর্ম মেসেজ এডিটিং। অর্থাৎ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোন ব্যবহারকারীদের পাঠানো মেসেজও পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট করতে পারবেন। এটি আইওএস ১৮.৫ এবং আইওএস ২৬ বেটা—উভয় ভার্সনেই কাজ করে। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, গ্রুপ চ্যাটেও এই সুবিধা মিলবে।

তবে কিছু সীমাবদ্ধতা আছে:

  • এখনো এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে—সব ব্যবহারকারী পাচ্ছেন না।

  • আইফোনে এডিটেড মেসেজ নতুন করে একটি আলাদা মেসেজ হিসেবেই দেখা যাবে, ওপরে *চিহ্ন দিয়ে বোঝানো হবে মেসেজে পরিবর্তন হয়েছে।

  • আইমেসেজে মেসেজ এডিট করার সুবিধা আগে থেকেই আছে, তবে তা শুধু আইফোন থেকে আইফোনে কাজ করে। অ্যাপল এখনো আরসিএস-এ মেসেজ এডিটিং যুক্ত করেনি।

ফলে আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধায় এগিয়ে থাকছেন।

আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে মেসেজ এডিটিং এখন বাস্তবতা—অন্তত গুগল মেসেজেস ব্যবহারকারীদের জন্য। যদিও আইফোনে এডিটেড মেসেজ নতুন মেসেজ হিসেবে দেখাবে, তারপরও এটি ক্রস-প্ল্যাটফর্ম মেসেজিংয়ে এক বিশাল অগ্রগতি।

খুব শিগগিরই আরও সুবিধা যেমন এন্ড-টু-এন্ড এনক্রিপশন-ও যুক্ত হতে পারে।

আবির

×