
ছবি: জনকণ্ঠ
সরকারি তিতুমীর কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে আলাদা করে স্বতন্ত্র একটি প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৭ জুলাই) সকালে ১১টায় কলেজের মূল ফটকের সামনে “তিতুমীর রক্ষা আন্দোলন”-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা "অধিভুক্ত নয়, মুক্তি চাই", "স্বতন্ত্র তিতুমীর চাই", "বাঁশের কেল্লা গঠন করো, তিতুমীর স্বাধীন করো", "তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই" এই স্লোগানগুলো দেন।
মানববন্ধনে আফিয়া অর্ণি নামে এক শিক্ষার্থী বলেন, "এই আন্দোলন আজকের নয়; দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের দাবি পূরণ না হওয়ায় আমরা আবার রাজপথে নেমেছি। সেশন জট এবং সঠিক সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা কোনো অধিভুক্তি চাই না, আমরা স্বতন্ত্র তিতুমীর কলেজ দেখতে চাই।"
আরেক শিক্ষার্থী সানজিদা বলেন, "সেশন জট, রেজাল্ট এবং নতুন সেশনে ভর্তি সংক্রান্ত সমস্যার একমাত্র সমাধান হলো তিতুমীরকে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা কোনো অধিভুক্তিতে যাবো না। আমরা তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।"
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার অধিভুক্তি বাতিল করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করে। 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' নামে সেই বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়।
এদিকে শুরু থেকেই তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অথবা স্বতন্ত্র কলেজে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
শহীদ