ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

কুয়াকাটা পৌরসভার বার্ষিক বাজেট উপস্থাপনা

আবুল হোসেন রাজু, কুয়াকাটা, পটুয়াখালী 

প্রকাশিত: ১৪:৩১, ৭ জুলাই ২০২৫

কুয়াকাটা পৌরসভার বার্ষিক বাজেট উপস্থাপনা

ছবি: জনকণ্ঠ

কুয়াকাটা পৌরসভার বার্ষিক বাজেট ২০২৫-২৬ ও ত্রৈমাসিক সভা সোমবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। অনুষ্ঠানে কুয়াকাটা পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সকল সদস্যদের উপস্থিতিতে নগরের নানা সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা হয় সভায়।


সভায় উপস্থিত ছিলেন,ট্যুরিস পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক আহাদুজ্জামান,কুয়াকাটা প্রেসক্লাবে সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান,কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কুয়াকাটা পৌর জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মাওলানা মঈনুল ইসলাম মান্নান, মহিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ফজলুল হক খান,কুয়াকাটা পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবলু,কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল,কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার,ইঞ্জিনিয়ার নিয়াজ মাহমুদসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। 

যা সিদ্ধান্ত হয় : বিষয় উল্লেখ্য ব্যাপারে সভায় উপস্থাপিত ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বিস্তারিত আলোচনান্তে উপস্থিত সন্মানিত সদস্যগনের মতামতের ভিত্তিতে সর্ব সন্মতিক্রমে অত্র পৌরসভার জন্য নিম্ন বর্নিত বাজেট বিবরণী সভায় অনুমোদন করা হয়। সভায় চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট সংশোধন করে রাজস্ব খাতে আয় ২,২৬,৪০,৫৩৭.০০ টাকা সরকারী উন্নয়ন খাতে বরাদ্দ ৫,৭৪,৮৮,৮৬৭.০০ টাকা এবং মূলধন হিসাবে আয় ১৭,৬৪,৬০১.০০ টাকা প্রারম্ভিক জের ১৪,০৪,৭৫,৪৯৮.০০ টাকা মোট আয় ২২,২৩,৬৯,৫০৩.০০ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ২,০০,১৮,৫৩১.০০টাকা, সরকারী উন্নয়ন খাতে ব্যয় ৯,৮৮,০৩,৬২৫.০০ টাকা এবং মূলধন হিসাবে ব্যয় ২,৫৬,১৮৭.০০ টাকা মোট ব্যয় ১১,৯০,৭৮,৩৪৩.০০ টাকা ধার্য্য করা হয়। ফলে ২০২৪-২০২৫ অর্থ বছরের শেষে সমাপনী স্থিতি থাকবে ১০,৩২,৯১,১৬০.০০ টাকা। ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ২,৫১,৭৫,০০০.০০ টাকা সরকারী উন্নয়ন খাতে বরাদ্দ ৩৮,১০,০০,০০০.০০ টাকা এবং মূলধন হিসাবে আয় ২০,৪০,০০০.০০ টাকা প্রারম্ভিক জের ১০,৩২,৯১,১৬০.০০ টাকা মোট আয় ৫১,১৫,০৬,১৬০.০০ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ২,৫৩,২০,০০০.০০ টাকা, সরকারী উন্নয়ন খাতে ব্যয় ৩৯,৭৫,৫০,০০০.০০ টাকা এবং মূলধন হিসাবে ব্যয় ২৫,২০,০০০.০০ টাকা মোট ব্যয় ৪২,৫৩,৯০,০০০.০০ টাকা ধার্য্য করা হয়। ফলে ২০২৫-২০২৬ অর্থ বছর শেষে সমাপনী স্থিতি থাকবে ৮,৬১,১৬,১৬০.০০ টাকা।


উপস্থিত সমন্বয় কমিটি বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত কুয়াকাটা পৌরসভার ৯টি এলাকার বিভিন্ন সমস্যা চিন্তিত করে তার সমাধানের অনুরোধ জানায়,পরে প্রশাসক সেগুলোকে বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। পরে পৌরসভার খসড়া বাজেট উপস্থাপন করা হয় উপস্থিতিতের মাঝে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সচিব হুমায়ুন কবির। 

শিহাব

×