
ছবি: সংগৃহীত
বর্তমানে পেশাগত জগতে নিজের উপস্থিতি জানান দিতে লিংকডইন হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। শুধু পোস্ট বা কমেন্ট নয়, এখন ভিডিও কনটেন্ট দিয়েও অনেকেই নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা তুলে ধরছেন। ভিডিও কনটেন্টের মাধ্যমে অনেক দ্রুত পৌঁছানো যাচ্ছে রিক্রুটার, ক্লায়েন্ট কিংবা সহকর্মীদের কাছে। নিচে দেওয়া হলো এমন ৫টি জিনিয়াস ভিডিও আইডিয়া, যা লিংকডইনে নজর কাড়বে এবং বাড়াবে প্রোফাইলের মূল্যায়ন:
১. “একদিনের কর্মজীবন” (A Day in My Professional Life):
আপনার প্রতিদিনের রুটিন, কাজের ধরন, টিম মিটিং বা প্রজেক্টের ঝলক দেখিয়ে তৈরি করুন ছোট ভিডিও। এতে আপনার কাজের দক্ষতা ও দায়িত্বশীলতা ফুটে উঠবে।
২. “শেখার গল্প” (Lessons I’ve Learned):
কোনো ব্যর্থতা থেকে কী শিখলেন, কীভাবে তা সামলালেন — এমন গল্প মানুষের মনে দাগ কাটে। এটি আপনার মানসিক দৃঢ়তা ও বাস্তব জীবনের সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরবে।
৩. “টুলস ও ট্রিকস” (My Favorite Tools & Hacks):
আপনার পেশাগত কাজে আপনি যেসব সফটওয়্যার বা কৌশল ব্যবহার করেন, সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করুন। এটি অন্যদেরও উপকারে আসবে এবং আপনাকে দেখাবে একজন সহযোগিতামনস্ক প্রফেশনাল হিসেবে।
৪. “ইন্ডাস্ট্রি ইনসাইট” (Trends & Insights):
নিজের ক্ষেত্রভিত্তিক কোনো সাম্প্রতিক প্রবণতা বা চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণাত্মক ভিডিও বানান। এতে বোঝা যাবে আপনি আপডেটেড ও বিশ্লেষণধর্মী চিন্তাশীল ব্যক্তি।
৫. “Q&A ভিডিও” (Answering Common Questions):
অনেক সময় লিংকডইন কমেন্টে বা ইনবক্সে নানা প্রশ্ন আসে — ক্যারিয়ার, ইন্টারভিউ, কোর্স বা স্কিল নিয়ে। এমন প্রশ্নের উত্তর ভিডিও আকারে দিলে আপনি হবেন বিশ্বস্ত ও কার্যকর সোর্স।
লিংকডইন এখন আর শুধু একটি অনলাইন সিভি নয়। এটি হলো নিজের ব্র্যান্ড গড়ার জায়গা। তাই সৃজনশীল ভিডিও কনটেন্টের মাধ্যমে আপনি নিজের উপস্থিতি আরও শক্তিশালী করতে পারেন। আর এই ৫টি ভিডিও আইডিয়া হতে পারে তার এক জিনিয়াস সূচনা!
আসিফ