ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শাশুড়ির মৃত্যুতে ফেসবুক পোস্টে যা লিখলেন জামায়াত আমির

প্রকাশিত: ০০:৫৪, ৭ জুলাই ২০২৫

শাশুড়ির মৃত্যুতে ফেসবুক পোস্টে যা লিখলেন জামায়াত আমির

ছবি:সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৭ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, “আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি আরও বলেন, “আমাদের পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। তাঁর চিকিৎসাধীন অবস্থায় আপনারা যেভাবে খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন—এটি আমাদের জন্য বড় সান্ত্বনা।”

ডা. শফিকুর রহমান বলেন, “হায়াত ও মাউত দুটোই আল্লাহ তা'য়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তা'য়ালা তাঁর এই বান্দির প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাঁকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন।”

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/16REHwEDRi/

 

মারিয়া

×