ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

জয়নুল আবদিন ফারুক

আওয়ামী লীগের প্রেতাত্মারা যদি তাদেরকে লুকিয়ে রাখে তাদেরকেও ধরেন

প্রকাশিত: ০৮:২৩, ৭ জুলাই ২০২৫

আওয়ামী লীগের প্রেতাত্মারা যদি তাদেরকে লুকিয়ে রাখে তাদেরকেও ধরেন

ছবি: সংগৃহীত

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে এবং সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “বাংলাদেশের মানুষকে বাঁচান। দয়া করে আমাদের আর কষ্ট দেবেন না। আমার কর্মীদের যেন আর রাজপথে নামতে না হয়। আমরা রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা রক্ত দিয়েছি, যাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়াউর রহমানের দল সরকার গঠন করতে পারে।”

তিনি আরও বলেন, “তাই আর কালক্ষেপণ নয়। অনুগ্রহ করে দ্রুত নির্বাচন নিয়ে রোডম্যাপ ও তারিখ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ দরজা খুলে শান্তিতে ঘুমাতে চায়।”

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি সরকার প্রধানকে আহ্বান জানাই—তারা কোথায় আছে খুঁজে বের করুন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি তাদের লুকিয়ে রাখে, তাদেরও আইনের আওতায় আনুন।”

সভায় তিনি আরও বলেন, “আমাদের কর্মীরা প্রস্তুত আছে। তবে আমরা চাই না তারা আবার রাজপথে নামুক। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হোক।”

আবির

×