
ছবি: সংগৃহীত
ইসরায়েলি দখলদার বসতির বাসিন্দারা (settlers) দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে আবারও অনুপ্রবেশ করেছে। ইসরায়েলি পুলিশের সরাসরি নিরাপত্তায় তারা এই পবিত্র মুসলিম স্থানে প্রবেশ করে।
আল-আকসা মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান, যা বারবার উসকানিমূলক হামলার শিকার হচ্ছে। সম্প্রতি এটি ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ ও বসতি স্থাপনকারীদের নিয়মিত আগমনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আল-আকসায় প্রায় প্রতিদিনই এমন অনুপ্রবেশের ঘটনা ঘটছে। মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ এই পবিত্র স্থানটিতে দখলদাররা শুধুমাত্র প্রবেশই করছে না, তারা ধর্মীয় আচারও পালন করছে, যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ইসরায়েলি পুলিশ সেই সময় তাদেরকে পাহারা দেয়, ফলে কার্যত মুসলিম উপাসকদের জন্য স্থানটি নিরাপদ থাকে না।
আন্তর্জাতিকভাবে বহুবার স্বীকৃত “স্ট্যাটাস কু” অনুসারে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের শুধু নির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণের অনুমতি রয়েছে। সেখানে নামাজ আদায় বা ধর্মীয় প্রতীক প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের ছত্রছায়ায় এই আইন বারবার লঙ্ঘিত হচ্ছে।
উল্লেখ্য, দখলদার বসতির বাসিন্দারা মূলত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাসরত ইসরায়েলি নাগরিক, যারা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধভাবে ফিলিস্তিনি ভূমি দখল করে বসতি গড়ে তুলেছে।
এই ঘটনা মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আল-আকসার ওপর এই ক্রমাগত দখল ও আক্রমণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং ফিলিস্তিনিদের পবিত্র স্থানগুলোর উপর একটি দীর্ঘমেয়াদি দখলনীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
মুমু ২