
ছবি: সংগৃহীত
পাঞ্জাবজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার মূল হোতা খালিস্তানি জঙ্গি হারপ্রীত সিং ওরফে হ্যাপি পাশিয়াকে অবশেষে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এপ্রিল মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এবং অভিবাসন বিভাগ ICE-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA) জানিয়েছে, হ্যাপি পাশিয়া পাঞ্জাবের অন্তত ১৬টি বিস্ফোরণ ও পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত। সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং নিষিদ্ধ ঘোষিত খালিস্তানি জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের (BKI) সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
১৮ এপ্রিল ক্যালিফোর্নিয়াতে FBI ও ICE-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) হেফাজতে রাখা হয়। সেই সময় FBI পরিচালক কাশ প্যাটেল টুইট করে জানান, “যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা এই বিদেশি সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যকে আমরা ধরেছি। তার বিরুদ্ধে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও পুলিশের ওপর হামলার পরিকল্পনার প্রমাণ রয়েছে।”
কাশ প্যাটেল আরও বলেন, “আমরা স্থানীয় ও ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এই তদন্ত চালিয়েছি। FBI বিশ্বজুড়ে সন্ত্রাসীদের খুঁজে বের করবে, তারা যেখানে থাকুক না কেন।”
২০২৪ সালের অক্টোবর মাসে চণ্ডীগড়ে একটি বাসভবনে গ্রেনেড হামলার ঘটনায় NIA একটি মামলা দায়ের করে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে হ্যাপি পাশিয়ার মাথার উপর ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়।
হারপ্রীত সিং পাঞ্জাবের আমৃতসর জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিল। তার বিরুদ্ধে ভারতের পাশাপাশি আমেরিকাতেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
সূত্র বলছে, ভারত সরকার ইতোমধ্যে তার প্রত্যর্পণ (repatriation) প্রক্রিয়া শুরু করেছে। অচিরেই তাকে ভারতে এনে আইনের আওতায় আনা হবে।
মুমু ২