ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আমার মেয়ের মনে হয়েছে, মায়ের একজন জীবনসঙ্গী দরকার: বাঁধন

প্রকাশিত: ১৯:৫৫, ৭ জুলাই ২০২৫

আমার মেয়ের মনে হয়েছে, মায়ের একজন জীবনসঙ্গী দরকার: বাঁধন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। ২০১৪ সালে ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে একাই পথ চলছেন তিনি। এতদিনেও নতুন কোনো সম্পর্কে জড়াননি এই গুণী শিল্পী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতের জীবনসঙ্গী প্রসঙ্গে খোলামেলা কথা বলেন বাঁধন। তিনি স্পষ্টভাবে জানান, জীবনসঙ্গী হতে হলে তাকে ‘রক্ষক’ নয়, হতে হবে একজন সমানাধিকারভিত্তিক সঙ্গী। অভিনেত্রীর ভাষায়, “তাকে আমার সঙ্গী হতে হবে, রক্ষক না। তাকে আমাকে রক্ষা করতে হবে না, সে শুধু আমার জীবনসঙ্গী হতে পারবে।”

বাঁধন আরও বলেন, “আমার সঙ্গীকে অবশ্যই নারীবাদী মানসিকতার হতে হবে। এই বয়সে এসে আমাকে কেনো ফেমিনিস্ট, কেনো সমান অধিকার চাই—এসব আর বোঝানোর সময় নেই। যে মানুষ আমার দৃষ্টিভঙ্গি ও চিন্তার সঙ্গে মিল রেখে চলতে পারবে, তার সঙ্গেই আমি পথ চলতে আগ্রহী।”

এদিকে বাঁধনের মেয়ে সায়রাও চায়, তার মায়ের জীবনে একজন উপযুক্ত সঙ্গীর আগমন হোক। মা হিসেবে বাঁধনের সংগ্রামী জীবন দেখে এখন সায়রার উপলব্ধি—মায়ের একজন যোগ্য সঙ্গী দরকার।

তবে নিজের অভিজ্ঞতা থেকে এখনও সংশয় কাটিয়ে উঠতে পারেননি বাঁধন। অতীতের ভয় ও ট্রমার কথা উল্লেখ করে তিনি বলেন, “অতীতে অনেক ভয় পেয়েছি, অনেক কষ্ট গেছে আমার ওপর দিয়ে। এখনও সেই ভয় কাটেনি। তবে ভবিষ্যতে যদি এমন কেউ আসে, যে আমার মতো করে আমাকে বুঝতে পারে, তখনই সে হবে আমার পথচলার সঙ্গী।”

ব্যক্তিজীবনে সাবলম্বী এই অভিনেত্রীর ভাবনার গভীরতা নতুন করে আলোচনায় এনেছে নারীর স্বাধীনতা ও সম্পর্কের ভারসাম্য প্রসঙ্গ।

আসিফ

×