ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

প্রতারণার শিকার আলিয়া ভাট, সাবেক ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

প্রকাশিত: ১৪:১৮, ৯ জুলাই ২০২৫

প্রতারণার শিকার আলিয়া ভাট, সাবেক ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। অভিযোগ, আলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ ও তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৭ লাখ রুপি আত্মসাৎ করেছেন তিনি।

পুলিশ জানায়, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ে এই আর্থিক অনিয়ম ঘটে। বিষয়টি সামনে আসে চলতি বছরের জানুয়ারিতে, যখন আলিয়ার মা, অভিনেত্রী ও পরিচালক সোনি রাজদান জুহু থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বেদিকার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন বেদিকা শেঠি। এই সময়ে তিনি অভিনেত্রীর আর্থিক লেনদেন, বিল পেমেন্ট ও দৈনন্দিন সূচি সামলাতেন।

তদন্তে উঠে এসেছে, বেদিকা শেঠি ভুয়া বিল তৈরি করে আলিয়ার স্বাক্ষর করিয়ে টাকা সরিয়ে নিতেন। তিনি দাবি করতেন, এসব খরচ অভিনেত্রীর ভ্রমণ, মিটিং ও অন্যান্য পেশাগত কাজে ব্যবহৃত হয়েছে। অথচ আসলে সেই টাকা তার এক বন্ধুর অ্যাকাউন্টে পাঠানো হতো, যিনি পরে তা বেদিকাকে ফেরত দিতেন।

পুলিশ আরও জানিয়েছে, প্রতারণাটি ধরা পড়ার পর বেদিকা শেঠি পালিয়ে বেড়ান। তার অবস্থান এক পর্যায়ে রাজস্থান, কর্ণাটক, পুনে ও বেঙ্গালুরুতে শনাক্ত হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে জুহু থানা পুলিশ বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করে এবং ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে আসে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×