ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এবার নিজের ডকুমেন্টারি নিয়ে মামলায় জড়ালেন নয়নতারা

প্রকাশিত: ১১:৫৩, ৯ জুলাই ২০২৫

এবার নিজের ডকুমেন্টারি নিয়ে মামলায় জড়ালেন নয়নতারা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবার নিজেরই ডকুমেন্টারিকে ঘিরে আইনি জটিলতায় জড়িয়েছেন। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ শিরোনামের এই ডকুমেন্টারিটি ২০২৪ সালের ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। মুক্তির পর থেকেই এটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে।

প্রথমে ‘নানুম রাউডি ধান’ ছবির কিছু দৃশ্য অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে নয়নতারাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা ধানুশ। এবার নতুন করে অভিযোগ উঠেছে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘চন্দ্রমুখী’র ফুটেজ একইভাবে ব্যবহার করার বিষয়ে।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ‘চন্দ্রমুখী’ ছবির স্বত্বাধিকারী প্রযোজনা সংস্থা এপি ইন্টারন্যাশনাল দাবি করেছে, নয়নতারা ও তার টিম তাদের কোনো অনুমতি না নিয়েই ছবির ফুটেজ ব্যবহার করেছেন। বারবার আইনি নোটিশ পাঠানোর পরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রতিষ্ঠানটি মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছে।

মামলায় নয়নতারা, নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আদালত ইতিমধ্যে ডকুমেন্টারি থেকে ‘চন্দ্রমুখী’র ফুটেজ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে নেটফ্লিক্স ও নির্মাতাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এই প্রজেক্ট থেকে তাদের আয়ের পরিমাণ কত, তার বিস্তারিত হিসাব।

এ বিষয়ে এখনো নয়নতারা বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

সানজানা

×