ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গানের আবেদন নষ্ট করা যাবে না

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ৯ জুলাই ২০২৫

গানের আবেদন নষ্ট করা যাবে না

মৌসুমী আক্তার সালমা

রাধারমণের গানটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?  
প্রায় ৪ বছর পর আবার রাধারমণের গান করেছি। এমন মানুষের কোনো গান করতে পারাটা ভাগ্যের ব্যাপার। তিনি বাংলাদেশের বড় বাউল সাধক। তার বাণী অমৃত। তার গান গাওয়ার সাহস দেখানোকেই বড় কিছু মনে করি। কারণ এই গানের সুর বাংলা ভাষাভাষী মানুষের মন ও মননে মিশে আছে। এবারও গানটি গাইতে গিয়ে দর্শক কীভাবে নেবে, ভাবতে হয়েছে। তবে অল্প ময়ে অনেকে গানটির প্রশংসা করেছেন।
স্টেজ ব্যস্ততা কেমন যাচ্ছে?
এখন তো বর্ষা মৌসুম, স্টেজ শো কম। তারপরও মাসে দুইটা করে স্টেজ শো করছি। এই সময়ে দুইটা স্টেজ প্রোগ্রাম করব, ভাবতেই পারি না।
অনেক শিল্পী সম্পর্কে শুনতে হয় একই ঘরনার গান করছেন। আপনাকে কখনো কি এমন শুনতে হয়েছে? 
দর্শক মন কিন্তু সব সময়ই চাইবে নতুন কিছু। শিল্পী হিসেবে সেই চেষ্টা আমাকে করতে হবে। সফলও হচ্ছি। নিয়মিত মৌলিক গান করছি। এর মধ্যে ‘দিল দিওয়ানা’ নামে একটি আইটেম গান করেছি। গানটি দর্শক পছন্দ করেছেন। ভিন্নতা আনতে নিজেও গানের ভিডিওতে ছিলাম। তবে সব মিলিয়ে আপনি যদি বলেন, আমি ক্যারিয়ার নিয়ে খুশি কি না? তাহলে বলব ক্যারিয়ার নিয়ে আমি খুশি না।
গান করার সময় কী ধরনের চ্যালেঞ্জ নিতে হয়?
প্রতিনিয়ত চ্যালেঞ্জিং কাজ করতে চাই। নিজের সঙ্গেই নিজের প্রতিযোগিতা করতে চাই। সেখানে যদি ভাবি আমার সেরা প্রাপ্তি পেয়ে গেছি, তাহলে মনে হয় আমার আর কিছু দেওয়ার নাই। তবে শিল্পী হিসেবে মনে করি আমার দেওয়ার অনেক কিছু এখনো বাকি রয়েছে। প্রতিনিয়ত চাই গান দিয়ে নিজেকে ছাড়িয়ে যেতে।
সহশিল্পীদের প্রতিযোগী মনে করেন?
আমার ১৯ বছরের ক্যারিয়ার। কখনো আমার সহযোগীদের প্রতিযোগী মনে করি না। কারণ, আমি কাউকে নকল করি না। আমার কাছে মনে হয় এখানে পরিশ্রম আর মেধা দরকার। যারা সততার সঙ্গে সাধনা করে দিন শেষে তারাই মূল্যায়ন পায়। যে কারণে কেউ ভালো করছে বলে তাকে হিংসা করতে হবে, তার জায়গায় যেতে হবে, এমনটা মনে করি না। আমি আমার প্রতিযোগী। নিজেকে সব সময় চ্যালেঞ্জিং জায়গায় দাঁড় করাতে পছন্দ করি।
এখন অনেকে টিকটককে প্রাধান্য দিয়ে গান করছে। এটিকে কীভাবে দেখছেন?
গান করতে হবে মন থেকে। অন্য কিছুর ওপর বা অন্য কিছুকে প্রাধান্য দেবার কিছু নেই। সময়ে সঙ্গে প্রচারনায় আমাদের অনেক কিছু যোগ হচ্ছে। গানের প্রচারণায় নতন কিছু নিতেই পারি। তাই বলে গানের আবেদন নষ্ট করা যাবে না।

প্যানেল/মো.

×