
চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মানহানির মামলায় গৃহকর্মী পিংকি আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ বাতিল করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া জানান, সোমবার (৮ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এর আগেই, গত ২১ মে অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। যেহেতু মামলাটি পূর্বের আইনের ২৮ ও ৩১ ধারায় দায়ের করা হয়েছিল এবং নতুন অধ্যাদেশে এসব ধারা অন্তর্ভুক্ত হয়নি, তাই আদালত মামলাটি বাতিলের আদেশ দেন।
এর আগে গত ২৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে পরীমনি মামলার আবেদন করেন। সেদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলায় গৃহকর্মী পিংকি আক্তার ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম ‘সকল খবরে’-এর স্বত্বাধিকারী মোরশেদ সুমন, ‘প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট’, ‘পিপল নিউজ’ এবং ‘ডিজিটাল খবর’ নামক অনলাইন সংবাদমাধ্যমগুলোকে আসামি করা হয়।
পরীমনির অভিযোগ, পিংকি আক্তার তার বাসায় শিশু দেখাশোনার কাজে ২০২৪ সালের ৫ মার্চ যোগ দেন এবং ২৭ মার্চ ২০ হাজার টাকা নেন। ২ এপ্রিল তিনি বাসা ছেড়ে চলে গেলে, পরে তাকে নিয়ে নানা মিথ্যা, মানহানিকর ও অশ্লীল তথ্য অনলাইনে ছড়ানো হয়। পিংকি আক্তারের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও অন্যান্য আসামিদের তা ফলাও করে প্রচারের কারণে সামাজিকভাবে পরীমনিকে হেয় করা হয় এবং নানা মহলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমনকি ৬ এপ্রিল একটি কুৎসামূলক ভিডিও তৈরি করে তা প্রচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
সানজানা