ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচার চালাচ্ছে চীন, অভিযোগ ফ্রান্সের

প্রকাশিত: ১৪:৩৯, ৭ জুলাই ২০২৫

রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচার চালাচ্ছে চীন, অভিযোগ ফ্রান্সের

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে ফরাসি রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। ফ্রান্সের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, নিজেদের উৎপাদিত যুদ্ধবিমান বিক্রির লক্ষ্যে এবং বিশ্ববাজারে রাফালের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে চীনা দূতাবাসগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসি সামরিক কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, রাফাল কেনায় আগ্রহী দেশগুলোর কাছে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপবাদ ছড়াচ্ছে চীনের বিদেশস্থ দূতাবাসগুলো। প্যারিসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফালের বিক্রি কমাতে এবং চীনের যুদ্ধবিমান জে-১০সি এর বাজার সম্প্রসারণ করতেই এই কৌশল অবলম্বন করছে বেইজিং।

সম্প্রতি পাকিস্তানের সাথে সংঘাতে ভারতের অন্যতম ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচিত রাফাল যুদ্ধবিমান সম্মুখ সংঘাতে তিনটি হারিয়েছে, যা সরকারি পর্যায়েই স্বীকার করেছে নয়াদিল্লি। এই ঘটনার পরই রাফালের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের শেয়ার বাজারে বড় ধস নামে। বিপরীতে উল্লম্ফন করে চীনের জেটনসি যুদ্ধবিমানের শেয়ার মূল্য।

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৫৩৩টি রাফাল বিক্রি করেছে দাসো এভিয়েশন। যার মধ্যে ভারত, মিশর, কাতার, গ্রিস, ক্রোয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের কাছে গেছে ৩২৩টি। ‘মাল্টি টার্গেটিং’ প্রযুক্তিসম্পন্ন ৪.৫ জেনারেশনের এই ফাইটার জেটটি ইতোমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি ও জনপ্রিয়তা অর্জন করেছে।

এদিকে চীন ফ্রান্সের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব’ বলে মন্তব্য করেছে। বেইজিংয়ের দাবি, এটি তাদের বিরুদ্ধে একটি রাজনৈতিক চক্রান্ত।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=5s3eCaSpUqs

রাকিব

×