ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ১২:৫৮, ৭ জুলাই ২০২৫

জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জনকণ্ঠ-কে এমন তথ্যই জানিয়েছেন। তবে সম্পূর্ণ নিশ্চিত করেননি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার। জনকণ্ঠ-কে তিনি বলেন, এই তারিখের বিষয়ে মন্ত্রণালয়ের সবুজ সংকেত এখনো আসেনি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যানুযায়ী, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

সানজানা

×