ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে ১০টি দক্ষতা শেখা আবশ্যক

প্রকাশিত: ০৮:১৯, ৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে ১০টি দক্ষতা শেখা আবশ্যক

ছবি: সংগৃহীত

 

বিদেশে উচ্চশিক্ষা অনেকের স্বপ্ন, কিন্তু শুধু ভিসা আর ডকুমেন্ট ঠিক করলেই চলবে না। নতুন দেশে টিকে থাকতে হলে শিখতে হবে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা, যা পড়াশোনা থেকে শুরু করে সামাজিক জীবন পর্যন্ত সবকিছুতেই কাজে আসবে।

১) যোগাযোগ দক্ষতা:
সফল হতে হলে স্পষ্ট ও আত্মবিশ্বাসের সাথে কথা বলা শিখতে হবে। শুধু বলাই নয়, ভালো শ্রোতা হওয়া এবং প্রসঙ্গ বুঝে কথা বলাও সমান গুরুত্বপূর্ণ। ইংরেজি বা স্থানীয় ভাষা জানলে প্রতিদিনের কাজ থেকে ইন্টারভিউ পর্যন্ত সহজ হবে।

২) সময় ব্যবস্থাপনা:
পড়াশোনা, চাকরি, সামাজিক জীবন – সবকিছুর মধ্যে ভারসাম্য আনতে সময়কে গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা, অগ্রাধিকার নির্ধারণ করা এবং সময়মতো কাজ শেষ করার অভ্যাস গড়ে তুলতে হবে।

৩) ভাষাজ্ঞান:
যদি নতুন দেশের ভাষা আপনার জানা না থাকে, তবে অন্তত প্রাথমিক বাক্য শিখে নিন। এটি নতুন বন্ধু তৈরি, স্থানীয় পরিবেশে মানিয়ে নেওয়া এবং দৈনন্দিন জীবনে সুবিধা এনে দেবে।

৪) অভিযোজন ক্ষমতা:
বিদেশে পড়তে গেলে নতুন সংস্কৃতি, মানুষ ও নিয়মের মুখোমুখি হতে হবে। মন খুলে পরিবর্তনকে গ্রহণ করলে ব্যক্তিগত ও একাডেমিক উন্নতি দুটোই সহজ হবে।

৫) অর্থ ব্যবস্থাপনা:
বিদেশে থাকা ব্যয়বহুল। তাই বাজেট তৈরি, খরচের হিসাব রাখা এবং ছাত্রছাত্রীদের জন্য ডিসকাউন্ট খোঁজা খুবই দরকার। নতুন দেশের ব্যাংকিং সিস্টেম ও মুদ্রার মান সম্পর্কেও ধারণা রাখা উচিত।

৬) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা:
নিজের ছোট-বড় সব সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। কোন কোর্স নেবেন, কোথায় থাকবেন, কী খাবেন – সবকিছুতেই বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে শিখতে হবে।

৭) সমস্যা সমাধানের দক্ষতা:
বিদেশে থাকা অবস্থায় বিভিন্ন সমস্যায় পড়তে হবে। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে ভাষাগত জটিলতা – সবকিছুতে নিজেকে শান্ত রেখে দ্রুত সমাধান বের করতে শিখতে হবে।

৮) দলবদ্ধ কাজের ক্ষমতা:
বিদেশের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ প্রজেক্ট আর টিমওয়ার্ক খুব সাধারণ। তাই অন্যদের সাথে মিলেমিশে কাজ করা, নিজের মতামত স্পষ্টভাবে বলা এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করার মানসিকতা থাকা জরুরি।

৯) নেটওয়ার্কিং ও সামাজিক দক্ষতা:
নতুন বন্ধু তৈরি, শিক্ষকদের সাথে সম্পর্ক গড়ে তোলা, নানা ইভেন্টে অংশগ্রহণ – এগুলো ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য দারুণ সহায়ক হতে পারে। তাই নিজেকে পরিচয় করিয়ে দিতে, কথা বলতে দ্বিধা করবেন না।

১০) আত্মজ্ঞান ও আবেগ নিয়ন্ত্রণ:
দেশের বাইরে থাকা মানে নিজের সীমাবদ্ধতা, অভ্যাস আর অনুভূতিগুলোর সাথে নতুনভাবে পরিচিত হওয়া। হোমসিকনেস, স্ট্রেস ম্যানেজমেন্ট – সবকিছুতে আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলাই হবে আপনার বড় শক্তি।

বিদেশে উচ্চশিক্ষা পেতে গেলে শুধু বইয়ের পড়া নয়, এই দক্ষতাগুলিও জীবনে অনেক বেশি কাজে লাগবে। এখনই প্রস্তুতি শুরু করুন, সফল হোন আপনার স্বপ্নপূরণের যাত্রায়!

আঁখি

×